Advertisement
০১ জুন ২০২৪
aamir khan

Ira Khan: সঙ্গী প্রেমিক এবং হবু শাশুড়ি, আলোর উৎসবে মাতলেন আমির-কন্যা

সাবেক সাজে দেখা গেল ইরাকে। নরম গোলাপি রঙা শাড়ি এবং হাতাকাটা লাল রঙের ব্লাউজে অনন্যা।

প্রেমিক এবং হবু শাশুড়ির সঙ্গে ইরা।

প্রেমিক এবং হবু শাশুড়ির সঙ্গে ইরা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:০৯
Share: Save:

পার্বণী মেজাজে মাতোয়ারা বলিউড। দীপাবলিতে আনন্দে মেতেছেন আমির-কন্যা ইরা খান। কাছের মানুষদের সঙ্গে মনের মতো করে উদ্‌যাপন। আলোর উৎসবে তারকা-তনয়ার সঙ্গী প্রেমিক নূপুর শিখর। ছিলেন নূপুরের মা প্রীতম শিখড়েও।

সাবেক সাজে দেখা গেল ইরাকে। নরম গোলাপি রঙা শাড়ি এবং হাতাকাটা লাল রঙের ব্লাউজে অনন্যা। খোলা চুল। মুখে হালকা হাসি। হালকা হলুদ পাঞ্জাবি এবং কমলা রঙের ধুতিতে টক্কর নূপুরেরও। প্রেমিক এবং তাঁর মাকে নিয়ে লেন্সবন্দি হলেন ইরা। তারকা-কন্যের উদ্‌যাপনের ছবিতে আপ্লুত তাঁর অনুরাগীরাও।

গুঞ্জন ছিল বহু দিন ধরেই। অবশেষে তাতে সিলমোহর ২০২১-এ। মাস কয়েক আগে জিম প্রশিক্ষক নূপুরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন ইরা। নূপুরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলিকে প্রকাশ্যে এনে চমকে দিয়েছিলেন অনুরাগীদের। সঙ্গে লিখেছিলেন, ‘তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজে সম্মানিত বোধ করছি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aamir khan Ira Khan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE