Advertisement
১৬ জুন ২০২৪
Entertainment News

এক কেকেআর তারকার প্রেমে পড়েছেন সুহানা?

শোনা যাচ্ছে, সুহানা নাকি এক কেকেআর তারকার প্রেমে পড়েছেন। এই জল্পনা এখন ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু কে সেই কেকেআর প্লেয়ার জানেন?

সুহানা খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সুহানা খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ১২:৫৯
Share: Save:

সদ্য টিনএজার প্যাভেলিয়ানে ঢুকেছেন। আর পাঁচজনের মতো তাঁর জীবনেও বিশেষ কেউ থাকবেন এ তো স্বাভাবিক। কিন্তু তিনি যেহেতু স্টার কিড, তাই সোশ্যাল মিডিয়ার ফোকাসে তাঁর ব্যক্তিগত জীবন। সে কারণেই শাহরুখ খানের মেয়ে সুহানা খানের লভ লাইফ নিয়ে এ মুহূর্তে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

শোনা যাচ্ছে, সুহানা নাকি এক কেকেআর তারকার প্রেমে পড়েছেন। এই জল্পনা এখন ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু কে সেই কেকেআর প্লেয়ার জানেন?

বাবার সঙ্গে কেকেআরকে চিয়ার আপ করার জন্য প্রায়ই মাঠে দেখা গিয়েছে সুহানাকে। কিন্তু সদ্য শেষ হওয়া আইপিএলে নাকি শুধু চিয়ারআপ করা ছাড়াও এক ক্রিকেটারের সঙ্গে একান্তে সুহানাকে কথা বলতে দেখেছেন টিমের অনেকেই। কিন্তু তিনি কোন প্লেয়ার?


এই সেই কেকেআর তারকা শুভমান গিল।

গুঞ্জন শুরু হয়েছে ১৮ বছর বয়সী ডান হাতি ব্যাটসম্যান শুভমান গিলকে নিয়ে। এই পঞ্জাব পুত্র আইপিএলের আগে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন। কেকেআরের প্লে অফ খেলার পিছনে শুভমানের অবদান অনস্বিকার্য। ১.৮ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। তাঁকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা বলছেন অনেকেই।

আরও পড়ুন, ‘সৃজিত বলত, পাক্কা আছে…’

এ হেন শুভমানের সঙ্গে সত্যিই কি বিশেষ সম্পর্কে জড়িয়েছেন সুহানা? জোর জল্পনা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE