Advertisement
০৫ মে ২০২৪
Entertainment News

তিন বছরে শোলের একটি দৃশ্য শুট হয়েছিল, জানালেন অমিতাভ

মুক্তি পাওয়ার পর চল্লিশটি বছর পেরিয়ে গিয়েও এখনও ততটাই জনপ্রিয় ছবি। ভারতীয় সিনেমার মিথ। নাম শোনা মাত্রই যার সংলাপ ঠোঁটের ডগায় চলে আসে। একাধিক মহারথীকে নিয়ে তৈরি সেই ছবির নাম ‘শোলে’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ১৮:৫০
Share: Save:

মুক্তি পাওয়ার পর চল্লিশটি বছর পেরিয়ে গিয়েও এখনও ততটাই জনপ্রিয় ছবি। ভারতীয় সিনেমার মিথ। নাম শোনা মাত্রই যার সংলাপ ঠোঁটের ডগায় চলে আসে। একাধিক মহারথীকে নিয়ে তৈরি সেই ছবির নাম ‘শোলে’। এর আগে ‘শোলে’ একের পর এক রেকর্ড ভেঙেছে, গড়েছে আর এক নতুন রেকর্ড। আজও ‘শোলে’কেন্দ্রিক গল্পের জন্য মুখিয়ে থাকে সিনেপ্রেমীর দল।
সম্প্রতি ‘শোলে’ নিয়ে এক অজানা তথ্য ফাঁস করলেন সেই সিনেমারই ‘জয়’ ওরফে অমিতাভ বচ্চন।
বিগ বি জানিয়েছেন সিনেমার পরিচালক রমেশ সিপ্পি প্রতিটি দৃশ্যই নিঁখুতভাবে শুট করতে চেয়েছিলেন। এবং সে কারণেই একটি পারফেক্ট সিনের শুট করার জন্য দীর্ঘ তিন বছর অপেক্ষা করতে হয়েছে অমিতাভকে। সেই দৃশ্যে ছিলেন তাঁর রিয়েল লাইফের ধর্মপত্মী জয়া বচ্চনও। শোলেতে মিসেস বচ্চন এক বিধবার চরিত্রে অভিনয় করেন।

আরও পড়ুন, ১২৫ কোটিতে বিক্রি হল শাহরুখ-অনুষ্কার ‘দ্য রিং’

সিনটি খুবই ছোট। পড়ন্ত এক সন্ধ্যে। জয় (অমিতাভ বচ্চন) ঠাকুর বাড়ির বাইরের আউটহাউসের দালানে বসে মাউথ অর্গ্যান বাজাচ্ছিলেন, আর রাধা (জয়া ভাদুড়ি) বাড়ি ঝাড় লণ্ঠনগুলোর আলো নিভিয়ে যান।
এই কয়েক মিনিটের সিনটি শুট করতেই তিনটি বছর সময় লেগেছিল!
অমিতাভের কথায়, শোলে ছবির সিনেমাটোগ্রাফার দ্বারকা দিবেচা সূর্যাস্তের সময়ই সিনটি শুট করতে চেয়েছিলেন। তবে কিছুতেই ঠিকঠাক আলো পাওয়া যাচ্ছিল না। এবং পরিচালকও সাফ জানিয়ে দেন সঠিক আলো এবং পরিবেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এবং সে অপেক্ষাই করতে হল, তিনটি বছরের অপেক্ষার পরে সিনটি শুট হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sholay Big-B Amitabh Bachchan Ramesh Sippy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE