Advertisement
১১ জুন ২০২৪
Jagnoor Aneja

Jagnoor Aneja: মৃত্যুর দিন কয়েক আগেই স্বপ্নপূরণ, কিন্তু সেখানেই থেমে গেল জাগনুরের ভ্রমণ

মৃত্যুর আগেই স্বপ্ন পূরণ হয়েছিল তাঁর। সে কথা ইনস্টাগ্রামে একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছিলেন তিনি।

জাগনুর আনেজা।

জাগনুর আনেজা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৪
Share: Save:

ঘুরতে ভালবাসতেন। অচেনা জায়গাকে চিনে নেওয়ার স্বপ্ন লালন করতেন মনে। সেই জন্যই কাজের ফাঁকে উড়ে গিয়েছিলেন মিশরে। কিন্তু সেখানে গিয়েই আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ছোট পর্দার চেনা মুখ জাগনুর আনেজা।

মৃত্যুর আগেই স্বপ্ন পূরণ হয়েছিল তাঁর। দিন তিনেক সে কথা ইনস্টাগ্রামে একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছিলেন তিনি। ধু ধু মরুপ্রান্তরে পিরামিডের সামনে কখনও দৌড়তে দেখা যাচ্ছিল তাঁকে, কখনও আবার উটের পিঠে সওয়ার তিনি। ভিডিয়োর সঙ্গে জুড়ে দিয়েছেন ইদানীং বিখ্যাত হওয়া সিংহলী গান ‘মানিকে মাগে হিথে’।সঙ্গে লিখেছিলেন, ‘গিজার পিরামিড দেখে আমার একটা স্বপ্ন পূরণ হল। ভ্রমণ তালিকা থেকে একটা জায়গার নাম কমল।’ সংক্ষিপ্ত সেই ভিডিয়োয় জাগনুরের অভিব্যক্তিতেই তাঁর উচ্ছ্বাস স্পষ্ট।

জাগনুরের ইনস্টাগ্রামে চোখ রাখলেই ভ্রমণের প্রতি তাঁর ভালবাসা চোখে পড়ে। কখনও দুবাই, কখনও প্যারিস বা সুইৎজারল্যান্ডে ঘুরে বেড়িয়েছেন তিনি।কিন্তু আচমকাই মাত্র ৪০ বছর বয়সে বয়সে থেমে গেল তাঁর পথ চলা। ‘এমটিভি লভ স্কুল’ থেকে পরিচিতি পাওয়া জাগনুরের মৃত্যুতে শোকের ছায়া মায়ানগরীতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagnoor Aneja Death Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE