Advertisement
১১ জুন ২০২৪

সেক্স টেপ নিয়ে জেনিফার লোপেজকে হুমকি

জেনিফার লোপেজের ‘সেক্স টেপ’ প্রকাশ্যে আনার হুমকি দিলেন জেনিফারের প্রাক্তন স্বামীর বিজনেস পার্টনার এড মেয়ের। মেয়েরের দাবি, প্রাক্তন স্বামী ওজানি নোয়ার সঙ্গে হনিমুনে গিয়ে ওই ভিডিওটি রেকর্ড করেন জেনিফার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪০
Share: Save:

জেনিফার লোপেজের ‘সেক্স টেপ’ প্রকাশ্যে আনার হুমকি দিলেন জেনিফারের প্রাক্তন স্বামীর বিজনেস পার্টনার এড মেয়ের। মেয়েরের দাবি, প্রাক্তন স্বামী ওজানি নোয়ার সঙ্গে হনিমুনে গিয়ে ওই ভিডিওটি রেকর্ড করেন জেনিফার। সে খানে রোমান্টিক মুহূর্তে বেশ খোলামেলা পোশাকেই দেখা গিয়েছে গায়িকাকে। বিশেষত সে সময় হোটেলে তোলা কিছু ছবি জেনিফারের ভক্তদের বেশ ধাক্কা দেবে বলেই দাবি মেয়েরের।

এই ‘সেক্স টেপ’টি নিয়ে দীর্ঘ ছ’বছর ধরে মামলা চলছে। সুতরাং বিষয়টি আদালতের আওতায় রয়েছে। এ অবস্থায় এই ভিডিওটি কি প্রকাশ করা সম্ভব? মেয়রে জানিয়েছেন, শেষ বার শুনানির সময় আদালতে দাঁড়িয়ে ওই ভিডিওটির ওপর থেকে নিজের যাবতীয় স্বত্ব তুলে নিয়েছিলেন জেনিফার। ফলে তা এখন জনসমক্ষে প্রকাশ করতে আর কোনও বাধা নেই।

কিন্তু হঠাত্ই জেনিফারের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনার তাগিদ কেন মেয়রের? এ বিষয়ে ওজানির কি কোনও স্বার্থ রয়েছে? সে প্রশ্নকে এড়িয়ে গিয়ে মেয়রে জানিয়েছেন, ওই ভিডিওটি দেখলে ওজানি-জেনিফারের সম্পর্কের কালো দিকটি সম্পর্কে ভাল করে বুঝতে পারবেন সকলে।

গোটা বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি জোনিফার। তবে ওই ভিডিও প্রকাশ্যে এলে জেনিফারের অস্বস্তি বাড়বে বলেই মনে করছে হলিউড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jennifer Lopez singer sex tape hollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE