Advertisement
১৪ জুন ২০২৪

কর্ণের বন্ধুর সঙ্গে ডেট করছেন তাঁর প্রাক্তন স্ত্রী জেনিফার!

কিছু দিন আগেই হৈ হৈ করে চার হাত এক হয়েছে বিপাশা-কর্ণের। বিপাশার আগেও শ্রদ্ধা নিগম ও জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিয়ে হয়েছিল কর্ণ সিংহ গ্রোভারের। তৃতীয় বিয়ের মজলিশ শেষ হতে না হতেই নতুন খবরে সরগরম বি-টাউন। বলিউডে জোর গুঞ্জন, কর্ণের বন্ধু শেহবান আজিমের সঙ্গে নাকি চুটিয়ে ডেট করছেন কর্ণের এক্স ওয়াইফ জেনিফার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ১৩:২২
Share: Save:

কিছু দিন আগেই হৈ হৈ করে চার হাত এক হয়েছে বিপাশা-কর্ণের। বিপাশার আগেও শ্রদ্ধা নিগম ও জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিয়ে হয়েছিল কর্ণ সিংহ গ্রোভারের। তৃতীয় বিয়ের মজলিশ শেষ হতে না হতেই নতুন খবরে সরগরম বি-টাউন। বলিউডে জোর গুঞ্জন, কর্ণের বন্ধু শেহবান আজিমের সঙ্গে নাকি চুটিয়ে ডেট করছেন কর্ণের এক্স ওয়াইফ জেনিফার। তা হলে কি এ বার ‘দিল মিল গ্যায়ে’-এর শেহবানকেই ‘দিল’ দিতে চলেছেন জেনিফার? সেটা বলার সময় কিন্তু এখনও আসেনি। কারণ, শেহবান জোর গলায় বলছেন, ‘আমরা জাস্ট ফ্রেন্ড।’ তবে যা রটে, তার কিছু তো বটেই বলুন! আর এমন কিছু একটা ঘটলে মন্দ কী!

আরও পড়ুন...
ড্যানিয়েলের সঙ্গে হট ফটোশুটে সানি লিওন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karan Singh Grover Dating Jennifer Winget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE