Advertisement
১১ জুন ২০২৪

‘ট্রাফিক’-এর ট্রেলার দেখে শুভেচ্ছা জানালেন জন আব্রাহাম

সদ্য মুক্তি পেয়েছে রাজেশ পিল্লাই পরিচালিত ‘ট্রাফিক’ ছবির ট্রেলার। আর সেই ট্রেলারেই বাজিমাত করেছে ‘ট্রাফিক’। এরইমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে এই ট্রেলার। ট্রেলার দেখে আপ্লুত জন আব্রাহাম পর্যন্ত আলাদা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ‘ট্রাফিক’-এর গোটা টিমকে।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ১১:৩১
Share: Save:

সদ্য মুক্তি পেয়েছে রাজেশ পিল্লাই পরিচালিত ‘ট্রাফিক’ ছবির ট্রেলার। আর সেই ট্রেলারেই বাজিমাত করেছে ‘ট্রাফিক’। এরইমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে এই ট্রেলার। ট্রেলার দেখে আপ্লুত জন আব্রাহাম পর্যন্ত আলাদা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ‘ট্রাফিক’-এর গোটা টিমকে।

এই বছরের ৬ মে মুক্তি পাবে ‘ট্রাফিক’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মনোজ বাজপেয়ী, জিমি শেরগিল। রয়েছেন দুই বাঙালী নায়কও। প্রসেনজিৎ ও পরব্রত চট্টোপাধ্যায়ও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

আরও পড়ুন, ওয়েডিং ফোটোশুটে ডিম্পি-রোহিত

ছবির গল্প একটি সত্য ঘটনার থেকে নেওয়া হয়েছে। মুম্বইয়ের ব্যস্ততম ট্রাফিক পেরিয়ে কি ভাবে একজন মানুষের দেহ থেকে হৃদপিণ্ড নিয়ে যাওয়া হল অন্য একটি মৃতপ্রায় মানুষকে বাঁচাতে এই ছবি তাঁরই গল্প। দেখুন কেমন হল ট্রাফিকের ট্রেলর?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE