Advertisement
১৭ জুন ২০২৪

‘দ্য মোস্ট লভড অনস্ক্রিন কাপল’ কে বলুন তো?

‘দ্য মোস্ট লভড অনস্ক্রিন কাপল’ কে বলুন তো? দর্শকদের বিচারে অনেক নাম সামনে আসতে পারে। কিন্তু পরিচালক কর্ণ জোহর বেছে নিয়েছেন শাহরুখ খান এবং কাজলকে। তা হঠাত্ আজই এ কথা কেন মনে হল কর্ণের?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৫
Share: Save:

‘দ্য মোস্ট লভড অনস্ক্রিন কাপল’ কে বলুন তো? দর্শকদের বিচারে অনেক নাম সামনে আসতে পারে। কিন্তু পরিচালক কর্ণ জোহর বেছে নিয়েছেন শাহরুখ খান এবং কাজলকে। তা হঠাত্ আজই এ কথা কেন মনে হল কর্ণের? আসলে ঠিক ১৪ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ‘কভি খুশি কভি গম’। সেখানে অনস্ক্রিন এই কাপলকেই কাস্ট করেছিলেন তিনি। আর তাঁর পছন্দ যে একশো শতাংশ ঠিক ছিল তার প্রমাণ দিয়েছিল বক্স অফিস।

বড় পর্দায় কর্ণের পারিবারিক গল্পে মজেছিলেন দর্শক। মজুত ছিল জমাটি প্রেমের রসদও। টুইটারে কর্ণ লিখেছেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। জয়া আন্টি এবং সিনিয়র বচ্চনের ম্যাজিক প্রেজেন্স ছিল আমার আশীর্বাদের মতো ছিল। আর রানি… সদ্য মেয়ের মা হয়েছে। ওর চার্ম আর বিউটি ছবির আকর্ষণ অনেকটা বাড়িয়েছিল।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE