Advertisement
১৬ জুন ২০২৪

শর্ত মেনে করিনাকে বিয়ে করেছিলেন সইফ!

সাড়ে তিন বছর হল গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বি-টাউনে কাপল হিসেবে তাঁদের নিয়ে কম আলোচনা হয় না। কিন্তু বিয়ে নিয়ে গোপন থাকা রহস্য এতদিনে ফাঁস করলেন তাঁরা। এই সেলেব দম্পতি হলেন সইফ আলি খান এবং করিনা কপূর খান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ১২:৪১
Share: Save:

সাড়ে তিন বছর হল গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বি-টাউনে কাপল হিসেবে তাঁদের নিয়ে কম আলোচনা হয় না। কিন্তু বিয়ে নিয়ে গোপন থাকা রহস্য এতদিনে ফাঁস করলেন তাঁরা। এই সেলেব দম্পতি হলেন সইফ আলি খান এবং করিনা কপূর খান।

বিয়ের আগে সইফকে রীতিমতে শর্ত দিয়েছিলেন করিনা। জানেন সেই শর্ত কী?

নায়িকার কথায়, ‘‘আমি সবসময় কাজ করতে চেয়েছি। অর্থ উপার্জন করে স্বাধীন থাকতে চেয়েছি। সইফকে বিয়ে করার আগে আমি স্পষ্ট বলেছিলাম, বিয়ের পর আমাকে কাজ করতে দিতে হবে। আমার কাজ নিয়ে ওর কোনও আপত্তি ছিল না। আজ আমি একইসঙ্গে কাজ করে টাকাও রোজগার করছি, আবার স্ত্রীর দায়িত্বও সামলাচ্ছি। আমার বরও এতে সম্পূর্ণ সাপোর্ট করছে।’’

ফিল্মি পরিবারে বড় হওয়া সইফের পরিবারের মহিলাদের কাজ করা নিয়ে কোনও ট্যাবু নেই। তাই করিনার শর্ত মেনে নিতে একটুও আপত্তি করেননি ছোটে নবাব।

আরও পড়ুন

সইফের প্রতিজ্ঞা ভেঙে অর্জুনকে চুমু খেলেন করিনা

কপূর খানদানকে ‘মাফিয়া’ বললেন সইফ!

নতুন প্রেমিককে সাবধান করলেন করিনা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE