Advertisement
১০ জুন ২০২৪
Entertainment News

কলকাতা চলচ্চিত্র উত্সবে তিনটি বাংলা ছবির প্রিমিয়ার

রাত পোহালেই শুরু হবে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। দেশ-বিদেশের ছবি তো আছেই। তালিকায় রয়েছে কিছু বাংলা ছবিও। তার মধ্যে তিনটি বাংলা ছবির প্রিমিয়ার হবে এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ১৯:২০
Share: Save:

রাত পোহালেই শুরু হবে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। দেশ-বিদেশের ছবি তো আছেই। তালিকায় রয়েছে কিছু বাংলা ছবিও। তার মধ্যে তিনটি বাংলা ছবির প্রিমিয়ার হবে এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে।

আরও পড়ুন, চলচ্চিত্র উৎসবের প্রভাব টলিউডে কতটা? কী বললেন সেলেবরা?

বিলের ডায়েরি

গুরু মানেই তাঁকে ভয় পাওয়া নয়। বরং তিনি বন্ধু। এই ভাবনা থেকেই পরিচালক বিশ্বরূপ বিশ্বাস তৈরি করেছেন ‘বিলের ডায়েরি’। সেই ছবি এ বার জায়গা করে নিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। আগামী ১২ নভেম্বর সন্ধে সাতটায় দেখানো হবে ছবিটি।

আরও পড়ুন, ফিল্ম ফেস্টিভ্যালে এ বার কোন কোন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি

বারান্দা

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বারান্দা’ নিয়ে হাজির হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশমি মিত্রর পরিচালনায় এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। ইতিমধ্যেই লন্ডন চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে ‘বারান্দা’।

স্মাগ

পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘স্মাগ’। দেবলীনা দত্ত, জয়ী দেবরায়, কল্যাণ চট্টোপাধ্যায়- প্রমুখের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিতে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন চিরন্তন বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE