Advertisement
১৮ জুন ২০২৪

Koel Mallick: অষ্টমীর দুপুরে বাঙালি সাজে স্বামী-পুত্রের সঙ্গে কোয়েল

উৎসবের দিনগুলি কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে কাটাচ্ছেন তাঁরা। তারই ঝলক মিলল কোয়েলের ইনস্টাগ্রামে।

ছেলে এবং স্বামীর সঙ্গে কোয়েল।

ছেলে এবং স্বামীর সঙ্গে কোয়েল।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৮:৫১
Share: Save:

সারা বছর ব্যস্ততা। কিন্তু পুজোর চারটে দিন ছুটির আমেজে টলিউডের তারকা দম্পতি কোয়েল মল্লিক এবং নিসপাল সিংহ রানে। উৎসবের দিনগুলি কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে কাটাচ্ছেন তাঁরা। তারই ঝলক মিলল কোয়েলের ইনস্টাগ্রামে।

পরিবারের সঙ্গে উদ্‌যাপনের ছবি দিলেন কোয়েল। প্রথম ছবিতে দেখা যাচ্ছে ঠাকুর দালানে ছেলে কবীর এবং স্বামী নিসপালকে নিয়ে বসে আছেন কোয়েল। ষোলোআনা বাঙালি সাজে সেজে উঠেছেন কবীর-জননী। পছন্দ মতো আটপৌরে লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন তিনি। কন্যের কপালে টকটকে লাল টিপ। এক ঢাল খোলা কালো চুল। তাঁর একরত্তিটি পরেছে হলুদ পাঞ্জাবি আর সাদা ধুতি। বড় বড় চোখ করে ক্যামেরার দিকে চেয়ে আছে সে। স্ত্রী-পুত্রের সঙ্গে তাল মিলিয়ে নিশপাল বাঙালি সাজে ধরা দিলেন। সাদা কুর্তা-পাজামা পরে কোয়েলের সঙ্গে লেন্সবন্দি হলেন টলিউডের প্রযোজক।

কোয়েলের সঙ্গেই ছিলেন বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক। মল্লিক বাড়ির পুজোতে ছিলেন তাঁর শ্বশুর-শাশুড়িও। ঠাকুর দালানে বসেই পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তকে লেন্সবন্দি করলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE