Advertisement
০১ নভেম্বর ২০২৪

ক্ষমা চেয়ে বই তুলে নিচ্ছেন নওয়াজউদ্দিন

নওয়াজ তাঁর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী নীহারিকা সিংহ এবং সুনীতা রাজওয়ারের প্রসঙ্গে খোলাখুলি লিখেছিলেন বইটিতে। নওয়াজের লেখায় যৌনতা, নিজের চরিত্র, নিশিযাপন প্রসঙ্গে কিছু বক্তব্য ছিল, যা পড়ে ক্ষুব্ধ হয়েছিলেন নীহারিকা ও সুনীতা।

নওয়াজ

নওয়াজ

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০০:০০
Share: Save:

অভিনেতাদের আত্মজীবনী নিয়ে এর আগে কম জল ঘোলা হয়নি। তবে নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘অ্যান অর্ডিনারি লাইফ’ নিয়ে বিতর্ক তুঙ্গে। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন নওয়াজ। বইটি তুলে নেওয়ার কথাও বলেছেন।

নওয়াজ তাঁর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী নীহারিকা সিংহ এবং সুনীতা রাজওয়ারের প্রসঙ্গে খোলাখুলি লিখেছিলেন বইটিতে। নওয়াজের লেখায় যৌনতা, নিজের চরিত্র, নিশিযাপন প্রসঙ্গে কিছু বক্তব্য ছিল, যা পড়ে ক্ষুব্ধ হয়েছিলেন নীহারিকা ও সুনীতা।

আরও পড়ুন: এক দস্যি মেয়ের গল্প

এর পরই নওয়াজের বক্তব্য ও লেখনীর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নীহারিকা। অভিযোগ করেছিলেন, বই বিক্রির জন্য নওয়াজ এ সব করেছেন। গলা মিলিয়েছেন সুনীতাও। এমনকী নীহারিকার সম্মানহানির জন্য নওয়াজের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। তার পরই নওয়াজ টুইট করেন, ‘যদি আমি কারও আবেগে আঘাত করে থাকি, তা হলে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বইটির প্রসঙ্গে আমি আক্ষেপ করছি এবং সেটি তুলে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি।’

বই তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও এই বিতর্কে এখনই ইতি পড়বে কি না, তা সময়ই বলবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE