• আমি নিজে গান করি। পারফর্মও করি। সেই অভিজ্ঞতা থেকে জানতে চাইছি, আজকের এই প্রযুক্তির রমরমার মধ্যে লাইভ পারফর্মারদের কি কোনও ভবিষ্যৎ আছে?
প্রদীপ দত্ত, যোধপুর পার্ক
রাশিদ খান: অবশ্যই আছে। শিল্পীর কোয়ালিটি থাকলে শ্রোতা তাকে ঠিক চিনে নেয়। আর সত্যি কথা বলতে কী, লাইভ প্রোগ্রামেই একজন শিল্পীর দক্ষতা ধরা পড়ে। আর এখন তো ইউটিউবের যুগ। ভাল গান গাইলে, একটা ঠিকঠাক ক্যামেরায় গানটা শ্যুট করে আপলোড করেই দেখুন না। দম থাকলে আপনিও স্টার হয়ে যেতে পারেন। সোশ্যাল মিডিয়ার জমানায় ‘ইউটিউব’ বলে দেবে আপনি লং রানে সাস্টেন করবেন কি না।
• ‘আওগে জব তুম সাজনা’ গাইলেন কেন? শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীরা কি সিনেমায় গান গাইতে পারে?
অদিতি গুপ্ত, পল্লীশ্রী, বিজয়গড়
রাশিদ খান: অবশ্যই পারে। সিনেমার গান, শাস্ত্রীয় সঙ্গীত — এ ভাবে দেখাটা ঠিক নয়। মানে আমি বলতে চাইছি রবীন্দ্রসঙ্গীত গাইলে নজরুল গীতি গাইতে পারবে না। আধুনিক গাইলে ফোক গাওয়া যাবে না — এমন ধারণা থাকা উচিত নয়। ‘আওগে জব তুম সাজনা’ গানটা যখন মিউজিক ডিরেক্টর সন্দেশ শান্ডিল্য আমায় শোনান তখন আমার খুব ভাল লেগেছিল। আমার মেজাজের গানই ছিল ওটা। তাই রেকর্ড করেছিলাম। আপনিও তো দেখছি, ওই গান নিয়েই প্রশ্ন করেছেন। আসলে সবাই সব ধরনের গান গাইতে পারে না। সেই দক্ষতাটা অর্জন করলে ঠিক সুরে, ঠিক কথার গান নিশ্চয়ই গাওয়া যায়।
• আমি আকাশবাণী-র বি-হাই আর্টিস্ট। বাংলা আধুনিক গান গাই। কয়েকটি চ্যানেলে গান গেয়েছি। এক মিনিটের ভিডিয়ো ক্লিপিংস পাঠালাম। জানতে চাই আজকালকার বাংলা আধুনিক গানে যে ধরনের টোনাল কোয়ালিটি লাগে আমার গলা কি তার উপযুক্ত? যদি কোনও ত্রুটি ধরা পড়ে, জানাবেন। তা হলে আমি উন্নতি করতে পারব।
সুমিত্রা. দত্ত ঘোষ, বেহালা
রূপঙ্কর: আপনার গান শুনে ভাল লাগল। সুন্দর গলা। আমার মনে হয় না এখনকার গানে নির্দিষ্ট কোনও টোন লাগে। আমি নিজে কোনও নির্দিষ্ট টোন বা স্টাইল মেনে গান গাই না। আপনি যেমন গাইছেন, তেমন ভাবে গেয়ে যান। টোন নকল করে নয়, নিজস্বতা বজায় রাখুন।
যেমন অরিজিৎ সিংহ ন্যাসাল টোনে গান। ‘হাম তেরে বিন রহে নেহি সকতে’ গানে এই ন্যাসাল টোনটা বেশ বোঝা যায়। উনি এই টোনে সাকসেসফুল। কিন্তু আমি কখনও ওই টোন নকল করতে যাব না। এমনকী সেটা সব সময় সম্ভব নয়।
• ইউটিউবে গান আপলো়ড করতে চাই, কী কী করতে হবে?
অনিন্দিতা কর গুপ্ত, হাবড়া
রূপঙ্কর: ইউটিউবে দু’ধরনের আপলোড হয়। কোনও গান রেকর্ড করে নিজে আপলোড করতেই পারেন। সেটা অ্যামেচারিশ। কিন্তু ভাল কোয়ালিটি চাইলে এখন অনেক এজেন্সি আছে। গুগলে গেলে এমন প্রফেশনাল বহু এজেন্সির নাম পেয়ে যাবেন। তারা একটা ফি নেয়। তার আগে নিজে কতটা প্রস্তুত দেখে নিন। দু’-এক বছর গান শিখেই ইউটিউবে গান আপলোড করবেন না।
ইউটিউব সিঙ্গার হবেন কী ভাবে? মিউজিক ভিডিয়োয় লাইক বাড়াবেন কী ভাবে? আনন্দplus-এর পাতায় চোখ রাখুন। চার সদস্যের গুরুকুল এ বার সরাসরি সমস্যা সমাধানের জন্য হাজির। লিখুন notationplus@gmail.com য়ে। এক মিনিটের ভিডিয়ো-ও পাঠাতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy