Advertisement
১১ জুন ২০২৪
Pakistani Singer

খুনের হুমকি! দেশ ছেড়ে চলে গেলেন পাকিস্তানি গায়ক

২০১৩ সালে ‘আই টু আই’ গানের মাধ্যমে পরিচিতি পান তিনি। এর পর পরই তাঁর গান ‘এঞ্জেল’ তাঁকে বিখ্যাত করে দেয় গোটা পাকিস্তানে। এই গানের মাধ্যমেই ডিজিটাল দুনিয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন পাকিস্তানি গায়ক ‘এঞ্জেল’ তাহির শাহ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ১৬:২৬
Share: Save:

২০১৩ সালে ‘আই টু আই’ গানের মাধ্যমে পরিচিতি পান তিনি। এর পর পরই তাঁর গান ‘এঞ্জেল’ তাঁকে বিখ্যাত করে দেয় গোটা পাকিস্তানে। এই গানের মাধ্যমেই ডিজিটাল দুনিয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন পাকিস্তানি গায়ক ‘এঞ্জেল’ তাহির শাহ। ২১ ডিসেম্বর বুধবার, তাঁর মুখোপাত্র পাক মিডিয়াকে একটি বিবৃতি দিয়ে জানান, “সম্প্রতি বেশ কিছুদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। শেষমেশ কোনও উপায় না দেখে পাকিস্তান ছেড়ে চলে গিয়েছেন তাহির শাহ।” গায়কের মুখোপাত্র আরও জানান, “সরকারের কাছ থেকে কোনও রকম নিরাপত্তার প্রতিশ্রুতি না পেয়ে মর্মাহত তাহির দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি কোথায় গিয়েছেন জানি না! তবে পাকিস্তান যে ছেড়ে চলে গিয়েছেন সে বিষয়ে আমি নিশ্চিত।”

জনপ্রিয় এই পাক শিল্পীর এ ভাবে চলে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। কারণ, গায়কের মুখোপাত্রের দেওয়া বিবৃতির পরও কিছু ব্যপারে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এক, কে বা কারা তাহির শাহকে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন? দুই, কী কারণে তাহিরকে প্রাণনাশের হুমকি দেওয়া হল? আর তিন, অভিযোগ পেয়েও সে দেশের সরকার কেন দেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে অস্বীকার করল?

আরও দেখুন...
‘গণধর্ষণের দৃশ্যে অভিনয় করে কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistani Singer Life Threats Tahir Shah Angel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE