Advertisement
০১ জুন ২০২৪

শ্রুতির আগে অফার ছিল রানির কাছেই

সন্তানসম্ভবা রানি মুখোপাধ্যায়কে নিয়ে এখন হইচই চলছে আদিত্য চোপড়ার পরিবারে। আদিত্যর মা পামেলা চোপড়া তো আর ধৈর্য্য ধরতে পারছেন না। ‘গ্র্যান্ড চাইল্ড’-এর জন্মের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। সব মিলিয়ে রানির পারিবারিক জীবন এখন আনন্দে ভরপুর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৫ ২০:০৮
Share: Save:

সন্তানসম্ভবা রানি মুখোপাধ্যায়কে নিয়ে এখন হইচই চলছে আদিত্য চোপড়ার পরিবারে। আদিত্যর মা পামেলা চোপড়া তো আর ধৈর্য্য ধরতে পারছেন না। ‘গ্র্যান্ড চাইল্ড’-এর জন্মের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। সব মিলিয়ে রানির পারিবারিক জীবন এখন আনন্দে ভরপুর। কিন্তু এর মধ্যেই কেরিয়ারে বেশ ব্যাকফুটে চলে গিয়েছেন অভিনেত্রী। শেষবার ‘মর্দানি’তে বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তার পর থেকে হাতে আর কোনও কাজ ছিল না। জানা গিয়েছে, ‘ওয়েলকাম ব্যাক’ ছবির জন্য রানিকে কাস্ট করেছিলেন পরিচালক। কিন্তু সন্তানসম্ভবা হয়ে পড়ায় তিনি ছবিটি করতে রাজি হননি। তাঁর জায়গায় শ্রুতি হাসান ওই ছবিতে অভিনয় করেন। রানি না রাজি হওয়ায় শ্রুতি একটা বড় ব্রেক পেয়েছেন বলেই মনে করছেন বলিউডের একাংশ। আপাতত অপেক্ষা আগামী জানুয়ারির। সব কিছু ঠিক থাকলে সে সময়েই সন্তানের জন্ম দেবেন রানি। তার পর কবে ফের অভিনয়ে ফিরবেন তা নিয়ে অবশ্য এখনও কিছুই জানাননি চোপড়া ঘরনি। আপাতত চুটিয়ে ‘মাদারহুড’ এনজয় করতে চান নায়িকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE