Advertisement
১৫ জুন ২০২৪

তাজমহল সফরে সপরিবারে প্রীতি

এলেন, দেখলেন আর মুগ্ধ হলেন। আর বললেন ‘বাহ! তাজ।’ হ্যাঁ, তাজমহল দেখে এমনটাই বললেন প্রীতি জিন্টার শ্বশুরবাড়ির সদস্যরা। স্বামী জেন গুডএনাফ ও নতুন পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেশে ফিরেছেন এই সদ্য বিবাহিত প্রাক্তন বলি-নায়িকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ১৩:৪৯
Share: Save:

এলেন, দেখলেন আর মুগ্ধ হলেন। আর বললেন ‘বাহ! তাজ।’ হ্যাঁ, তাজমহল দেখে এমনটাই বললেন প্রীতি জিন্টার শ্বশুরবাড়ির সদস্যরা। স্বামী জেন গুডএনাফ ও নতুন পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেশে ফিরেছেন এই সদ্য বিবাহিত প্রাক্তন বলি-নায়িকা। আর দেশে ফিরেই এই নিউলি ম্যারেড কাপলের প্রথম পরিকল্পনা ছিল তাজমহল দেখার। সেই মতো শুক্রবার সকাল থেকে ৪০ ডিগ্রী তাপমাত্রাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরিবারকে নিয়ে এই প্রেমের সৌধ ঘুরে দেখলেন প্রীতি-জেন। ছবি তুললেন গাদা গাদা। আর আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। ইয়েলো-ওরেঞ্জ ব্রাইট কম্বিনেশনের ফ্লোরাল ড্রেসে প্রীতিকে খুবই মিষ্টি দেখাচ্ছিল।

তবে শুধু তাজ দেখাই নয়। নিজের নতুন পরিবারের সঙ্গে বি-টাউনের সকলের পরিচয় করিয়ে দিতে শুক্রবার মুম্বইতে তাঁদের রিসেপশন পার্টিও দিলেন প্রীতি-জেন।

আরও পড়ুন: প্রীতির ওয়েডিং পার্টিতে এক সঙ্গে সলমন-য়ুলিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Preity Zinta Gene Goodenough
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE