Advertisement
১০ জুন ২০২৪
Amitabh Bhachchan

Amitabh-Abhishek:তুমিই আমার যোগ্য উত্তরাধিকারী, ছেলে অভিষেককে নিয়ে গর্বিত বিগ বি

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। বাবা-ছেলের মধ্যে দারুণ বন্ধুত্বের কথা বলিউডে সকলেরই জানা। ফের নতুন করে তা মনে করিয়ে দিলেন বিগ বি স্বয়ং।

ছেলের গর্বে গর্বিত বাবা অমিতাভ বচ্চন।

ছেলের গর্বে গর্বিত বাবা অমিতাভ বচ্চন।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৪:২৯
Share: Save:

‘অভিষেক…তুমিই আমার যোগ্য উত্তরাধিকারী, আমার গর্ব, আমার আনন্দ।’ ছেলের গর্বে গর্বিত বাবা অমিতাভ বচ্চন। সেই অনুভূতিই আরও এক বার প্রকাশ্যে। শনিবার ভোরে ফের বাবা-ছেলের দারুণ বন্ধুত্বের স্বাদ পেলেন অনুরাগীরা।

বিগ বি এবং জুনিয়র বচ্চন বরাবরই একে অপরের চিয়ার লিডার। বাবা নাম অমিতাভ বচ্চন হওয়ায় ইন্ডাস্ট্রিতে কম কথাও শুনতে হয়নি অভিষেককে। তবে ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন অভিষেক। অভিনয়ের গুণে নিজের আলাদা দর্শকও তৈরি করেছেন ছোটা বি।

ছেলের এমন সাফল্যে খুশি বাবা অমিতাভ বচ্চন। ছবিতে ধরে রেখেছেন সেই গর্বের মুহূর্ত। পাশাপাশি ফ্রেমে একটিতে তিনি নিজে। অনুরাগীদের ভিড়ে ঘেরা। পাশে ঠিক একই ভাবে ভিড়ের মাঝখানে অভিষেক। অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিয়ে বিগ বি-র দাবি— ‘যে আমার ছেলে, সে-ই আমার উত্তরাধিকারী হবে তা নয়। বরং যে আমার উত্তরাধিকারী সে-ই আমার ছেলে হবে। অভিষেক, তুমি আমার যোগ্য উত্তরাধিকারী, আমার গর্ব, আমার খুশি।’

এই মুহূর্তে একগুচ্ছ ছবি বিগ বি-র ঝুলিতে। কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। এ ছাড়াও টাইগার শ্রফের ‘গণপথ’ ছবিতে তিনি থাকছেন অতিথি শিল্পী হিসেবে। অন্য দিকে আর বাল্কির আগামী ছবি ‘ঘুমর’-এ দেখা যাবে অভিষেককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amitabh Bhachchan Abhishek Bachchan bollywood star
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE