Advertisement
১৮ জুন ২০২৪
Entertainment News

আসছে ‘কৃষ ৪’, কবে জানেন?

অপেক্ষার শেষ। ফের বড়পর্দায় দেখা যাবে ‘কৃষ’কে। অনন্ত তেমনটাই ঘোষণা করলেন পরিচালক রাকেশ রোশন। সবে গণেশ চতুর্থীর সেলিব্রেশন শেষ করেছে মুম্বই। আর সেখানেই নাকি কৃষ-রূপী গণেশকে দেখে ফের ছবিটি তৈরির কথা ভাবেন তিনি। টুইটারে এই ঘোষণা করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২০
Share: Save:

অপেক্ষার শেষ। ফের বড়পর্দায় দেখা যাবে ‘কৃষ’কে। অনন্ত তেমনটাই ঘোষণা করলেন পরিচালক রাকেশ রোশন।

সবে গণেশ চতুর্থীর সেলিব্রেশন শেষ করেছে মুম্বই। আর সেখানেই নাকি কৃষ-রূপী গণেশকে দেখে ফের ছবিটি তৈরির কথা ভাবেন তিনি। টুইটারে এই ঘোষণা করেছেন তিনি। তাঁর কথায়, ‘যখন আমার স্ত্রী কৃষ-রূপী গণপতি বাপ্পার ছবি দেওয়া টুইট দেখাল, আমি নিশ্চিত হলাম যে কৃষই আমাদের সত্যিকারের সুপারহিরো। আমি সঙ্গে সঙ্গে কৃষের পরের ছবি তৈরি করব মনস্থির করি।’

রাকেশ আরও জানিয়েছেন, গণেশ যে কোনও শুভ কাজের সঙ্গে জড়িয়ে থাকে। তাই এর থেকে ভাল আর কিছু হতে পারে না। কৃষের জন্য বেশ কিছু গল্প তাঁর মাথায় রয়েছে। আগামী বছরেই শুটিং শুরু হবে। আর তা পর্দায় আসবে আগামী ২০১৮-তে।

আরও পড়ুন, ছেলে নাকি মেয়ে, কি চান করিনা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KRRISH4 Rakesh Roshan Hrithik Roshan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE