Advertisement
১৬ জুন ২০২৪

হাসপাতাল থেকে এখনও ছাড়া পাননি, তার মধ্যেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন রাখি, নিশানায় কে?

সদ্য অস্ত্রোপচার হয়েছে রাখি সবন্তের। এক ফাঁড়া কাটতে না কাটতেই আর এক বিপদ। এ বার প্রাণে নাশের হুমকি অভিনেত্রীকে ।

রাখি সবন্ত।

রাখি সবন্ত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৯:১৩
Share: Save:

সদ্য জরায়ুতে অস্ত্রোপচার হয়েছে রাখি সবন্তের। এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি। রাখির প্রাক্তন স্বামী রীতেশ সিংহ জানান, বেশ বড় আকারের একটা টিউমার ছিল রাখির জরায়ুতে, যা দেখে নাকি নিজেই চমকে যান রীতেশ। হাসাপাতালের বিছানায় সংজ্ঞাহীন রাখির ছবি এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। এক ফাঁড়া কাটতে না কাটতেই আর এক বিপদ। এ বার মৃত্যুর হুমকি পাচ্ছেন রাখি।

অভিনেত্রীর আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভাট প্রাণনাশের হুমকির খবর নিশ্চিত করেছেন। যদিও রাখির প্রথম স্বামী রীতেশের দাবি, অভিনেত্রীর দ্বিতীয় স্বামী আদিল দুরানি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

প্রথমে শোনা যাচ্ছিল, হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর। কিন্তু রাখির জরায়ুতে টিউমারের খোঁজ মেলে। খবরটি জানানিয়েছিলেন, অভিনেত্রীর প্রাক্তন স্বামী রীতেশই। প্রায় ১০ সেন্টিমিটারের একটি বিরাট টিউমার বাসা বেঁধেছিল তাঁর জরায়ুতে। যদিও অস্ত্রোপচার সফল হয়েছে। তবে এখনও হাসপাতালেই তিনি। রাখির প্রথম স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘রাখির শারীরিক অবস্থা এখনও ভালো হয়নি। তার উপর রাখিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আদিল। সে বলছে ওর এমন হাল করবে যা রাখি কল্পনা করতে পারবে না।’’

যদিও আদিলের দাবি, ‘‘রাখি খুবই চালাক। ও যখন আঁচ করতে পেরেছে জেলে যাওয়ার সময় এসেছে, তখনই অসুস্থতার নাটক করল। আসলে কিচ্ছু হয়নি । গত বছরই বিয়ের আগে রাখির সমস্ত মেডিক্যাল টেস্ট হয়েছে। এমনকী, একটা সার্জারিও করিয়ে ছিলাম রাখির। ওর এই ঘটনা পুরোটাই সাজানো।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE