Advertisement
০২ জুন ২০২৪
Entertainmet News

হুবহু নয়ের দশকের সঞ্জয় দত্তের লুকে হাজির রণবীর কপূর

বায়োপিকের জন্য এক জন মানানসই অভিনেতা খুঁজে বের করাটা পরিচালকের কাছে একটা চ্যালেঞ্জ। কেননা, রিল আর রিয়েলের চরিত্র বিন্দুমাত্র না মিললে দর্শককূল ক্ষুণ্ণ হন। কিন্তু, পরিচালক যখন রাজকুমার হিরানী তখন সে কাজটা যে নিখুঁত হবে সে ব্যাপারে আশা রাখাই যায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৩
Share: Save:

বায়োপিকের জন্য এক জন মানানসই অভিনেতা খুঁজে বের করাটা পরিচালকের কাছে একটা চ্যালেঞ্জ। কেননা, রিল আর রিয়েলের চরিত্র বিন্দুমাত্র না মিললে দর্শককূল ক্ষুণ্ণ হন। কিন্তু, পরিচালক যখন রাজকুমার হিরানী তখন সে কাজটা যে নিখুঁত হবে সে ব্যাপারে আশা রাখাই যায়। আর সে জন্যই সঞ্জয় দত্তের বায়োপিকের জন্য তিনি বেছে নিয়েছেন রণবীর কপূরকে। একটু দূর থেকে দেখলে আন্দাজ করাটাই দুষ্কর যে ইনি রণবীর কপূর। মনে হবে এ যেন ‘সাজন’-এর সঞ্জয় দত্ত।

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে সঞ্জয় দত্ত বায়োপিকের শুটিং। এই বায়োপিক নিয়েই চার দিকে শোরগোল। শোনা যাচ্ছে, রণবীর নিজের শরীর নিয়ে অনেক কসরত করছেন এই ছবির স্বার্থে। কিন্তু এত দিন জনসমক্ষে ধরা দেননি তিনি। শুটিং-সেটের বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল।

আরও পড়ুন: সঞ্জয়ের বায়োপিক ‘দত্ত’-এর কয়েকটি অজানা তথ্য

ছবির জন্য পরিচালক সঞ্জয় দত্তের খোলামেলা সাক্ষাতকার নিয়েছেন প্রায় ২০০ ঘণ্টা। সঞ্জয়ের জীবনের তিনটি ধাপ নিয়ে বিভিন্ন লুকে হাজির হবেন রণবীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajkumar Hirani Ranbir Kapoor Dutt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE