Advertisement
১৯ মে ২০২৪
Himesh Reshammiya

হিমেশ-রানুর ‘তেরি মেরি কাহিনি’‌‌‌‌‌‌‌‌‌‌‌ অফিসিয়াল ভিডিয়োর তিন ঘণ্টায় ভিউ সাড়ে চার লাখ

রানুর রেকর্ড করা সেই গানগুলির অন্যতম ছিল ‘তেরি মেরি কাহিনি’ গানটি। সেই গানেরই অফিসিয়াল ভিডিয়ো বুধবার প্রকাশিত হল ইউটিউবে।

রানু মন্ডল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

রানু মন্ডল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১০
Share: Save:

বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার ছবি ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবির একাধিক গান রেকর্ড করতে দেখা গিয়েছিল ‘রানাঘাটের লতা’ রানু মন্ডলকে। সেই সব রেকর্ডিংয়ের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধারাবাহিক ভাবে পোস্ট করেছিলেন হিমেশ। রানুর রেকর্ড করা সেই গানগুলির অন্যতম ছিল ‘তেরি মেরি কাহিনি’ গানটি। সেই গানেরই অফিসিয়াল ভিডিয়ো বুধবার প্রকাশিত হল ইউটিউবে।

‘হ্যাপি হার্ডি হীর’-এর রোমান্টিক গান ‘তেরি মেরি কাহিনি’তে ফুটে উঠছে ছবির নায়ক-নায়িকার প্রেম কাহিনি। হিমেশের পাশাপাশি রানুর গলা সেই গানে অন্যমাত্রা যোগ করেছে। হাল্কা সুরের সেই গানে ফুটে উঠছে কেন্দ্রীয় চরিত্রদের প্রেমকাহিনি।

‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন হিমেশ নিজেই। তাঁর বিপরীতে নায়িকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সোনিয়া মান। এই দু’জনের মধ্যে সুন্দর সম্পর্ক কী ভাবে ম্লান হয়ে গেল, সেটাই ছবির গল্প।

বুধবার ‘তেরি মেরি কাহিনি’ গানের অফিসিয়াল ভিডিয়ো প্রকাশিত হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।

আরও পড়ুন: পঁয়তাল্লিশ বছরেও সি-বিচে উষ্ণতা ছড়াচ্ছেন এই বলি অভিনেত্রী

আরও পড়ুন: অভিনয়ের তুলনায় বিতর্ক এবং একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের কারণেই আলোচিত এই নায়িকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE