Advertisement
১৬ জুন ২০২৪

১৩ বছর পর ভূমিকা চাওলার কামব্যাক

মনে পড়ে ১৩ বছর আগের ‘তেরে নাম’ সুন্দরীকে। সলমন খানের বিপরীতে ওই ছবিতে বড়পর্দায় এক মিষ্টি নায়িকাকে দেখেছিলেন দর্শক। তিনি ভূমিকা চাওলা। কিন্তু, কোথায় হারিয়ে গেলেন তিনি? সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও এক রকম ভ্যানিশ হয়ে গিয়েছিলেন ভূমিকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১২:০২
Share: Save:

মনে পড়ে ১৩ বছর আগের ‘তেরে নাম’ সুন্দরীকে। সলমন খানের বিপরীতে ওই ছবিতে বড়পর্দায় এক মিষ্টি নায়িকাকে দেখেছিলেন দর্শক। তিনি ভূমিকা চাওলা। কিন্তু, কোথায় হারিয়ে গেলেন তিনি? সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও এক রকম ভ্যানিশ হয়ে গিয়েছিলেন ভূমিকা।

এটা ঠিক যে, ২০০৭-এর পর আর বলিউড দেখেনি ভূমিকাকে। কিন্তু দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন নায়িকা। কিন্তু, ফের তিনি ফিরছেন বি-টাউনে। ছবির নাম ‘লভ ইউ আলিয়া’। আগামী মাসেই মুক্তি পেতে পারে ছবিটি। সূত্রের খবর, সানি লিওনও এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন।

এত দিন পর বলি টাউনে ফিরে কেমন লাগছে তাঁর? ভূমিকার কথায়, ‘‘আমার চরিত্রটি খুব পাওয়ারফুল। আর যে ভাবে লেখা হয়েছে, তাতে আমি খুব খুশি। আমার কেরিয়ারে এর আগে এমন চরিত্রের অফার পাইনি। এতে সোশ্যাল মেসেজও রয়েছে। আমার মনে হয়, দর্শকরাও এই ছবি খুব পছন্দ করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhumika Chawla Tere Naam bollywood entertainment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE