Advertisement
১৬ জুন ২০২৪

রিহানার নতুন প্রেমিক বেঞ্জিমা?

কন্যে প্রেমে পড়েছেন। সে তো নতুন কথা নয়। ২৭ বছরের মেয়ের যে প্রেমিক থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু মেয়েটি যদি হন রিহানা তাহলে তার প্রেমকাহিনি তো শিরোনামে থাকবেই। আর প্রেমিকটিরও নিজের দুনিয়ায় শিরোনামে জায়গা পাকা। তিনি করিম বেঞ্জিমা। ফরাসি ফুটবলে প্রথম সারির নাম। রিয়াল মাদ্রিদও যার পায়ের জাদুতে মাতাল। আপাতত রিহানা-করিমের সম্পর্কের গুঞ্জনে উত্তাল পেজ থ্রি।

নতুন রসায়ন। ছবি: এএফপি।

নতুন রসায়ন। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ১৪:৪৭
Share: Save:

কন্যে প্রেমে পড়েছেন। সে তো নতুন কথা নয়। ২৭ বছরের মেয়ের যে প্রেমিক থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু মেয়েটি যদি হন রিহানা তাহলে তার প্রেমকাহিনি তো শিরোনামে থাকবেই। আর প্রেমিকটিরও নিজের দুনিয়ায় শিরোনামে জায়গা পাকা। তিনি করিম বেঞ্জিমা। ফরাসি ফুটবলে প্রথম সারির নাম। রিয়াল মাদ্রিদও যার পায়ের জাদুতে মাতাল। আপাতত রিহানা-করিমের সম্পর্কের গুঞ্জনে উত্তাল পেজ থ্রি।

দিন কয়েক আগে ফ্রান্সের ‘ডিনার কপিলা’-য় প্রাতরাশ করছিলেন যুগলে। একটি টেবিলে আলাদা হয়ে বসে হাসি-ঠাট্টায়ও মেতেছিলেন তাঁরা। রেস্তোঁরায় উপস্থিত অনেকে ছবি তুলতে চাইলেও রাজি হননি তাঁরা। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ফ্রান্সের হারের পর করিমের উদ্দেশে টুইটও করেন রিহানা। তিনি লিখেছিলেন, “বেঞ্জিমা আমি তোমার কষ্ট বুঝতে পারছি।” উত্তরে করিম লেখেন, “কষ্ট না করলে কোনও ফল পাওয়া যায় না। সমর্থন করার জন্য ধন্যবাদ।” তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। যুগলের একান্তে সাম্প্রতিক প্রাতরাশ তাতেই যেন সিলমোহর দিল।

রিহানার জীবনে স্পোর্টসম্যান প্রেমিক নতুন নয়। ২০১০-এ বাস্কেটবল তারকা ম্যাট কেম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE