সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন করিনা কপূর খান। এখন থেকেই তার সবরকম প্রস্তুতি শুরু করেছেন হবু মা। একদিকে গুছিয়ে নিচ্ছেন কেরিয়ার। শেষ করছেন হাতে থাকা ছবির কাজ। মেটারনিটি লিভে যাওয়ার আগে দ্রুত মিটিয়ে নিচ্ছেন অন্যান্য কমিটমেন্টও। অন্যদিকে বেবির জন্য ঘরও সাজাচ্ছেন বেগম সাহেবা। সঙ্গী অবশ্যই সইফ আলি খান। দু’জনে মিলে সাজাচ্ছেন বেবির নার্সারি।
সূত্রের খবর, সম্প্রতি লন্ডনের একটি বিশেষ দোকানের কিডস সেকশন থেকে প্রচুর শপিং করেছেন সইফ। তার মধ্যে যেমন প্রচুর সফট টয় রয়েছে, তেমনই রয়েছে হাল ফ্যাশনের বেবিকট। এখন থেকেই বেবির জন্য সব কিছু গুছিয়ে রাখছেন দম্পতি। বলি টাউনে এও শোনা যাচ্ছে আগামী অক্টোবরের মধ্যেই লন্ডনে চলে যাবে সইফ-করিনা। সেখানেই হবে তাঁদের প্রথম সন্তান।