Advertisement
১০ জুন ২০২৪
salman khan

ফ্লোর বন্দি

পরিচালক প্রভু দেবাকে ফের নতুন করে সিকোয়েন্স সাজাতে হয়েছে। 

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩২
Share: Save:

যে ছবি ইদে মুক্তি পাওয়ার কথা ছিল, তা পিছিয়ে দীপাবলি হয়েছে। আর তা আসতে মোটে চার মাস বাকি। অতএব, তোড়জোড় শুরু করে দিয়েছেন সলমন খান। অগস্টেই ‘রাধে’র শুটিং শুরু করতে চলেছেন অভিনেতা। তার জন্য মেহবুব স্টুডিয়োর একটি গোটা ফ্লোর ভাড়া নিয়ে নিয়েছেন। লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ‘রাধে’র শুটিং। এই ছবির কিছু অংশের জন্য তাইল্যান্ড যাওয়ারও কথা ছিল। সব পরিকল্পনাই বানচাল হয়। পরিচালক প্রভু দেবাকে ফের নতুন করে সিকোয়েন্স সাজাতে হয়েছে।


অগস্ট-সেপ্টেম্বর থেকে সিনেমা হল খোলার সম্ভাবনা রয়েছে। তা মাথায় রেখেই প্রযোজক-পরিচালকেরা ছবি রিলিজ়ের পরিকল্পনা করছেন। দীপাবলিতে অক্ষয়কুমারের ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে। সে ক্ষেত্রে ‘রাধে’ ফাঁকা ময়দান পাচ্ছে না। এখন যা পরিস্থিতি তাতে কেউ কারও জন্য রিলিজ় ডেট ছেড়ে দেবে না। উপরন্তু সলমন সঙ্গে অক্ষয়ের সম্পর্কও ভাল নয়। ‘সূর্যবংশী’ মুক্তির জন্য তৈরি কিন্তু ‘রাধে’র শুটিং বাকি এখনও। যদিও সূত্রের খবর, লকডাউনে সলমন তাঁর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন। করোনার আতঙ্কে শুটিংয়েও অনেক বিধি নিষেধ থাকবে, যে কারণে স্টুডিয়োর গোটা ফ্লোরটাই ভাড়া নিয়ে নিয়েছেন ভাইজান।


অগস্ট-সেপ্টেম্বর থেকে সিনেমা হল খোলার সম্ভাবনা রয়েছে। তা মাথায় রেখেই প্রযোজক-পরিচালকেরা ছবি রিলিজ়ের পরিকল্পনা করছেন। দীপাবলিতে অক্ষয়কুমারের ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে। সে ক্ষেত্রে ‘রাধে’ ফাঁকা ময়দান পাচ্ছে না। এখন যা পরিস্থিতি তাতে কেউ কারও জন্য রিলিজ় ডেট ছেড়ে দেবে না। উপরন্তু সলমন সঙ্গে অক্ষয়ের সম্পর্কও ভাল নয়। ‘সূর্যবংশী’ মুক্তির জন্য তৈরি কিন্তু ‘রাধে’র শুটিং বাকি এখনও। যদিও সূত্রের খবর, লকডাউনে সলমন তাঁর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন। করোনার আতঙ্কে শুটিংয়েও অনেক বিধি নিষেধ থাকবে, যে কারণে স্টুডিয়োর গোটা ফ্লোরটাই ভাড়া নিয়ে নিয়েছেন ভাইজান।


অগস্ট-সেপ্টেম্বর থেকে সিনেমা হল খোলার সম্ভাবনা রয়েছে। তা মাথায় রেখেই প্রযোজক-পরিচালকেরা ছবি রিলিজ়ের পরিকল্পনা করছেন। দীপাবলিতে অক্ষয়কুমারের ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে। সে ক্ষেত্রে ‘রাধে’ ফাঁকা ময়দান পাচ্ছে না। এখন যা পরিস্থিতি তাতে কেউ কারও জন্য রিলিজ় ডেট ছেড়ে দেবে না। উপরন্তু সলমন সঙ্গে অক্ষয়ের সম্পর্কও ভাল নয়। ‘সূর্যবংশী’ মুক্তির জন্য তৈরি কিন্তু ‘রাধে’র শুটিং বাকি এখনও। যদিও সূত্রের খবর, লকডাউনে সলমন তাঁর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন। করোনার আতঙ্কে শুটিংয়েও অনেক বিধি নিষেধ থাকবে, যে কারণে স্টুডিয়োর গোটা ফ্লোরটাই ভাড়া নিয়ে নিয়েছেন ভাইজান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bollywood salman khan radhe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE