Advertisement
১৮ মে ২০২৪

নিহালনির ছবিতে হিরো এ বার ‘সংস্কারী’!

ফের এক বার খবরের শিরোনামে সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি। না ছবির দৃশ্যে সেন্সরশিপের কারণে নয়। সম্পূর্ণ ভিন্ন একটি কারণে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৫ ২০:২৪
Share: Save:

ফের এক বার খবরের শিরোনামে সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি। না ছবির দৃশ্যে সেন্সরশিপের কারণে নয়। সম্পূর্ণ ভিন্ন একটি কারণে।
কী সেই কারণ?
তাঁর কাঁচির দাপটে তটস্থ ছিলেন দোর্দণ্ডপ্রতাপ গোয়েন্দা জেমস বন্ড। তাঁর বিরুদ্ধে ওঠে নীতি পুলিশগিরির অভিযোগও। ওঠে বিতর্ক-সমালোচনাও। কিন্তু কোনও কিছুই দমাতে পারেনি পরিচালক গোবিন্দ নিহালনির ভাই পহলাজকে। কিন্তু সমালোচনাই রুখতে পারেননি নিহালনিকে। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থেকে বন্ডের এক মিনিটের চুমুকে কেটেছেঁটে দশ সেকেন্ডে নামিয়ে আনেন তিনি। স্পেক্টর ছবির এই চুমু দৃশ্যের বিতর্কের জেরেই সমালোচনার ঝড় বয়ে যায় সারা দেশে। চুমুর দৃশ্যে কাঁচি চালানোর কারণ হিসেবে সংস্কারী তত্ত্ব খাড়া করেন তিনি। তখন কে জানত সংস্কারী কথাটাই তাঁর এত প্রিয়। বুঝলেন না। না হলে কেউ নিজের আগামী ছবির নাম ‘সংস্কারী’ রাখেন। হ্যাঁ এমনই করেছেন পহলাজ নিহালনি। আগামী ছবির জন্য ‘সংস্কারী’ নামটি নথিভুক্ত করেছেন তিনি। এ প্রসঙ্গে ‘সেন্সরগুরু’ বলেন, “ছবিটি আমার প্রযোজনা সংস্থা চিরাগদীপ ইন্টারন্যাশনাল-এর ব্যানারে মুক্তি পাবে। তবে কে ছবিটি পরিচালনা করবে তা এখনও ঠিক হয়নি।”
কিন্তু কেন এমন নাম?

আরও পড়ুন-বলিউড ডেবিউতে টপলেস হচ্ছেন অর্পিতা!
নিহালনি জানান, যুবসম্প্রদায় নিজের দেশের ঐতিহ্য, সংস্কার ভুলতে বসেছে। দেশীয় সংস্কার নিয়ে গর্ব করার বদলে সকলে এখন ব্যস্ত তার নিন্দা করতে। তাই এখন আমাদেরই দায়িত্ব এই সব লোকেদের দেশীয় ঐতিহ্য-সংস্কার সম্বন্ধে জানানো। আমার ছবিতে সংস্কারই হিরো। ছবির চরিত্রদের দায়িত্ব সেই সংস্কারের মূল্যকে তুলে ধরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

censor board pahelaj nihalni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE