Advertisement
১৭ জুন ২০২৪
Entertainment News

আইসক্রিম স্কুপ পার্লারের উদ্বোধনে সায়ন্তনী

চেতলা ক্রসিং, ইমামি মার্কেট এবং কলাকার স্ট্রিটে সদ্য শুরু হল নতুন এই আইসক্রিম পার্লার।

সায়ন্তনী গুহঠাকুরতা।

সায়ন্তনী গুহঠাকুরতা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ১২:৫৮
Share: Save:

আইসক্রিম। যে কোনও মুহূর্তেই হয়তো আপনার রসনা তৃপ্তি করে। যদি আপনি আইসক্রিমপ্রেমী হন, তা হলে আপনার জন্য সুখবর।

আরিহান্ত গ্রুপ কলকাতাবাসীর জন্য নিয়ে এল নতুন সুযোগ। কলকাতার তিনটি জায়গায় ভাদিলালের আইসক্রিম স্কুপ পার্লার খুলল এই সংস্থা। সম্প্রতি এর উদ্ধোধনে হাজির ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা।

চেতলা ক্রসিং, ইমামি মার্কেট এবং কলাকার স্ট্রিটে সদ্য শুরু হল নতুন এই আইসক্রিম পার্লার। ওই সংস্থার তরফে জানা গিয়েছে, আগামী একবছরে কলকাতায় আরও ২৫টি আইসক্রিম পার্লার খোলার পরিকল্পনা রয়েছে তাঁদের।

আরও পড়ুন, এনগেজমেন্ট নয়, অন্য কারণে ‘ভারত’ ছাড়লেন প্রিয়ঙ্কা?

সায়ন্তনী বরাবরই খাদ্যরসিক। খেতে এবং খাওয়াতে ভালবাসেন। এর আগেও শহরের বিভিন্ন ফুড জয়েন্টে হাজির থাকতে দেখা গিয়েছে তাঁকে। এ বার আইসক্রিম। বিভিন্ন স্বাদ তাঁর মন ভরিয়েছে। একই ভাবে কলকাতার খাদ্যরসিকদেরও ভাল লাগবে বলে মনে করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE