তৈমুর আলি খান। মাত্র দু’বছর বয়সেই প্রায় নিয়মিত পেজ-থ্রির সদস্য। পাপারাত্জিদের ক্যামেরায় প্রায় প্রতি দিন ফ্রেমবন্দি হয় এই স্টার কিড। কিন্তু সেটা কি আদৌ ভাল? এ নিয়ে প্রশ্ন রয়েছে পরিবারের অন্দরেই। এ বার এই ইস্যুতে মুখ খুললেন তৈমুরের ঠাকুমা তথা অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
সম্প্রতি এক অনুষ্ঠানে শর্মিলা বলেন, “তৈমুরের ছবি প্রায় প্রতিদিনই বেরোয়। এতে হয়তো আমার খুশি হওয়া উচিত। কিন্তু আমি পুরনো ফ্যাশনের। আমার মনে হয় বাচ্চাদের এত লাইমলাইটে আসা উচিত নয়। এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ। সোশ্যাল মিডিয়া ছাড়া কিছুই চলতে পারে না। আর আমি মনে করি, যদি কোনও কিছুকে হারিয়ে দেওয়া না যায় সেটার সঙ্গে যুক্ত হয়ে যাওয়াই ভাল।”
এর আগে তৈমুরের লাইমলাইটে থাকা নিয়ে আপত্তি জানিয়েছিলেন করিনার বাবা রণধীর কপূরও। কিন্তু করিনা মনে করেন, তৈমুরের ছোট থেকেই জানা উচিত, ও তারকা দম্পতির সন্তান। ফলে যেখানেই যাবে ও লাইমলাইটে থাকবে। এই অভ্যেস ছেলের ছোট থেকেই হওয়া উচিত বলে মনে করেন নায়িকা।
আরও পড়ুন, প্রতিদিনের বন্ধু ‘শঙ্কর মুদি’কে চেনেন?
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy