ফোন করে হুমকি দেওয়া হল শেহনাজ গিলের বাবাকে।
সলমন খান, সালিম খানের পর এ বার তালিকায় জুড়ল শেহনাজ গিলের বাবা সন্তোখ সিংহ। খুনের হুমকি দেওয়া হল অভিনেত্রীর বাবাকে। ফোন করে হুমকি দেওয়া হল তাঁকে। দীপাবলির আগে বাড়ি ভেঙে ঢুকে মেরে ফেলার হুমকি দিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পঞ্জাবের বিয়াস থেকে তরন্তনে যাচ্ছিলেন শেহনাজের বাবা। সেই রাস্তায়ই আসে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। নোংরা ভাষায় গালিগালাজও করেন, তার পর খুনের হুমকিও দেন। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি।
২০২১ সালে বিজেপিতে যোগদানের পর ২৫ ডিসেম্বরের রাতে দুই আততায়ী আক্রমণ করেন তাঁকে। শুধু তাই নয়, শেহনাজের বাবাকে তাক করে গুলিও ছোড়েন দুই আততায়ী। পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা অমৃতসরের বাসিন্দা। মৃত্যু মুখ থেকে কোনও ক্রমে বেঁচেছেন তিনি।
প্রসঙ্গত, এ ঘটনা বলিউডে আগেও ঘটেছে। বেনামী ফোনে খুনের হুমকি পেয়েছিলেন সলমন খান। ১৬ ফেব্রুয়ারি প্রথম ওই কলটি আসে সলমনের ফোনে। সেখানে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy