সেন্সর বোর্ডের কাছে পৌঁছনোর আগেই পাকিস্তানে নিষিদ্ধ হয়ে গেল সোনম কপূর অভিনীত ‘নীরজা।’
তিরিশ বছর আগেকার বিমান ছিনতাইয়ের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে পাকিস্তানকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। সেই অনুযায়ী বিভিন্ন পাক সংবাদপত্রে বিজ্ঞাপনও বেরোতে শুরু করেছিল। কিন্তু তথ্য ও বাণিজ্য মন্ত্রকের আপত্তিতে এই ছবি মুক্তির আগেই নিষিদ্ধ করা হয়েছে। করাচি বিমানবন্দরে ১৯৮৬ সালে প্যান অ্যাম ফ্লাইট ৭৩ ছিনতাই করে জঙ্গিরা। মুম্বই থেকে নিউ ইয়র্কগামী ওই বিমানে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নীরজা ভানোত নামে এক বিমানসেবিকা প্রাণ হারান জঙ্গিদের হাতে। ওই বিমানসেবিকার ভূমিকাতেই দেখা যাবে সোনম কপূরকে।