Advertisement
১৬ জুন ২০২৪

বার্থডে ডে ট্রিট: ‘সবসে বড়া ফ্যান’ গৌরব

দেখতে দেখতে বাদশা আজ ৫০। আজ তো তাঁর ফ্যানদের দিন। মন্নতের সামনে থিকথিক করছে ভিড়। টুইটার উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। আর দ্য মোস্ট লভড বার্থডে বয় কী করছেন? তিনি দিলেন দারুণ বার্থডে ট্রিট। প্রকাশ করলেন ‘ফ্যান’ ছবির প্রথম টিজার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৫ ০৯:২৬
Share: Save:

দেখতে দেখতে বাদশা আজ ৫০। আজ তো তাঁর ফ্যানদের দিন। মন্নতের সামনে থিকথিক করছে ভিড়। টুইটার উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। আর দ্য মোস্ট লভড বার্থডে বয় কী করছেন? তিনি দিলেন দারুণ বার্থডে ট্রিট। প্রকাশ করলেন ‘ফ্যান’ ছবির প্রথম টিজার।

টিজার টুইট করে শাহরুখ লিখেছেন, ‘‘আমার সব থেকে বড় ফ্যান গৌরবের সঙ্গে আলাপ করুন।’’ আড়াই মিনিটের টিজারে শাহরুখকে সুপারস্টার আরিয়ান খান্নার ভূমিকায় দেখা যাচ্ছে। আর রয়েছেন তাঁর ‘সবসে বড়া ফ্যান’ গৌরব। শাহরুখের সঙ্গে তাঁর চেহারার মিল দেখলে চমকে যাবেন আপনিও।

টিজারে তাঁর মুখেও শোনা যাচ্ছে সেই কথা। গৌরব বলছেন, ‘‘ভগবানও গুগলি মেরেছেন। আরিয়ানকে বানানোর পর যতটুকু মাটি বেঁচে ছিল তাই দিয়ে আমাকে বানিয়েছেন।’’

মনীশ শর্মা পরিচালিত ছবিতে রয়েছেন ওয়ালুশা ডি’সুজা, ইলিয়ানা ডি’ক্রুজ, শ্রিয়া পিলগাঁওকর ও আলি ফজল। আগামী বছর ১৫ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবি। তার আগে দেখুন টিজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FAN EAN teaser SRK Shahrukh Khan Badshah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE