Advertisement
১০ জুন ২০২৪

সুশান্ত - কৃতির প্রেম পর্ব

এক সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে বলিউড সরগরম ছিল। শোনা যায় পার্টিতে দেখা হলে একে অপরকে হাই পর্যন্ত বলতেন না। সেই সুশান্ত রাজপুত আর কৃতি শ্যাননের আবার না কি ভাব হয়ে গিয়েছে!

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০০:২৫
Share: Save:

এক সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে বলিউড সরগরম ছিল। শোনা যায় পার্টিতে দেখা হলে একে অপরকে হাই পর্যন্ত বলতেন না। সেই সুশান্ত রাজপুত আর কৃতি শ্যাননের আবার না কি ভাব হয়ে গিয়েছে! প্রকাশ্যে তাঁদের দেখা না গেলেও সুশান্ত যে তাঁর প্রাক্তন বান্ধবীর সঙ্গে মিলিত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তার প্রমাণ মিলল সুশান্তের পরের ছবি ‘চান্দামামা দূর কে’-র কাস্টিং নিয়ে সুশান্তের বক্তব্যে। এই ছবিতে লিড রোলে ‘দঙ্গল’-এর ফতিমা শানা শেখকে নির্বাচন করা হয়েছিল, কিন্তু সুশান্ত বেঁকে বসলেন। তিনি এই চরিত্রে তাঁর প্রিয় বান্ধবী কৃতিকেই চান বলে পরিচালককে সাফ জানিয়েছেন। আসলে সুশান্ত আর কৃতি এখন জমিয়ে প্রেম করছেন। শোনা যাচ্ছে, তাঁদের প্রেম থেকে সকলের নজর এড়াতে তাঁরা নিজেরাই তাঁদের সম্পর্কের ভাঙন রটিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kriti Sanon Sushant Rajput
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE