Advertisement
১১ জুন ২০২৪

ফ্ল্যাটের বাসিন্দা বদল

এমন চরিত্র বদল তো হামেশাই হয় সিনেমায়। কিন্তু এ ক্ষেত্রে বিষয়টা একটু অন্য রকম। ছবির শ্যুটিং শুরু হওয়ার মুখেই নায়িকা বদলাচ্ছে। সোহিনীর বক্তব্য, তিনি প্রথমে গল্পটা যে রকম শুনেছিলেন, পরে দেখলেন বিষয়টা অন্য রকম দাঁড়াচ্ছে।

তনুশ্রী। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

তনুশ্রী। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১১:০০
Share: Save:

যাঁর গৃহপ্রবেশের কথা ছিল তাঁর বদলে অন্য একজন ফ্ল্যাটের বাসিন্দা হলেন! অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি ‘ফ্ল্যাট নম্বর সিক্স জিরো নাইন’এ প্রথমে ছিলেন সোহিনী সরকার। তার বদলে এখন ওই চরিত্র করবেন তনুশ্রী চক্রবর্তী।

এমন চরিত্র বদল তো হামেশাই হয় সিনেমায়। কিন্তু এ ক্ষেত্রে বিষয়টা একটু অন্য রকম। ছবির শ্যুটিং শুরু হওয়ার মুখেই নায়িকা বদলাচ্ছে। সোহিনীর বক্তব্য, তিনি প্রথমে গল্পটা যে রকম শুনেছিলেন, পরে দেখলেন বিষয়টা অন্য রকম দাঁড়াচ্ছে। তাঁর চরিত্রও বদলে যাচ্ছে। গল্পের শেষও। সে কারণেই নিজেকে ছবিটা থেকে সরিয়ে নিয়েছেন। এ দিকে তনুশ্রীর গল্প-চরিত্র দুই পছন্দ হয়েছে। ‘‘এ রকম তো হতেই পারে। আমরা নিজেদের পছন্দ, দৃষ্টিভঙ্গি অনুযায়ী ছবি বাছাই করি,’’ বললেন তনুশ্রী। কিন্তু এর জন্য তাঁর সঙ্গে সোহিনীর সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। তনুশ্রীর কথায়, ‘‘সোহিনী ইজ সাচ আ ডার্লিং। সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই নেই।’’ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তনুশ্রী আর আবিরকে জুটি হিসেবে দর্শক আগে দেখেননি। এর আগে তাঁরা ‘আগুন’ বলে একটি ছবি করলেও সেটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

নায়িকা বদলের ঘটনার রেশ টানতে রাজি নন পরিচালক অরিন্দমও। ২২ অগস্ট থেকে শ্যুটিং শুরু হবে ছবির। ‘অন্তর্লীন’-এর পর এটা তাঁর দ্বিতীয় কাজ। বললেন, ‘‘গল্পে বিরাট কিছু রদবদল হয়নি। ফরম্যাটটা বদলে ফেলেছি। শেষটাও অন্য রকম হয়েছে। কিন্তু কোনওটাই খুব বড় বদল বলা যাবে না। ছবির কাজ পিছোল বলে সোহিনীরও একটু ডেটের সমস্যা হয়ে গেল।’’ জানালেন, ছবির একটা জঁর থেকে অন্য জঁরে উত্তরণ ঘটে। ‘‘আমাদের তো প্রতিটি ছবিকে একটা নির্দিষ্ট ঘরানায় ফেলার প্রবণতা থাকে। সে দিক দিয়ে বলতে গেলে এখানে গল্প হরর থেকে থ্রিলারের দিকে বাঁক নেয়। দুটো ধারাকে মেলানোর একটা চেষ্টা করেছি,’’ বলছিলেন অরিন্দম।

ছবিতে ত্রিকোণ প্রেমের আভাস রয়েছে। আবিরের সঙ্গে সেকেন্ড লিড হিসেবে থাকছেন পূজারিনী ঘোষ। অরিন্দম জানালেন, পূজারিনীর চরিত্রটা ছোট হলেও গল্পের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ। ছবির বাকি চরিত্রে রয়েছেন মমতাশঙ্কর, রুদ্রনীল ঘোষ, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE