Advertisement
০৩ জুন ২০২৪
Tarzan

Tarzan: বিমান দুর্ঘটনায় প্রয়াত ‘টারজান’ খ্যাত অভিনেতা, চলছে দেহ উদ্ধারের কাজ

স্থানীয় সময়, শনিবার বেলা ১১টা নাগাদ ন্যাশভিলের কাছে একটি হ্রদে গিয়ে পড়ে সেই বিমান।

 ‘টারজান ইন ম্যানহ্যাটন’ ছবিতে অভিনয় করেছেন জো লারা।

 ‘টারজান ইন ম্যানহ্যাটন’ ছবিতে অভিনয় করেছেন জো লারা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৮:৫১
Share: Save:

আমেরিকার টেনাসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা প্রশাসনের। তাঁদের মধ্যে ছিলেন ‘টারজান’ ধারাবাহিক খ্যাত অভিনেতা জো লারা এবং তাঁর স্ত্রীও। যদিও এখনও কারও মৃতদেহ উদ্ধার করা যায়নি। ছোট বিমানটিতে ৭ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই নিঁখোজ।

স্থানীয় সময়, শনিবার বেলা ১১টা নাগাদ ন্যাশভিলের কাছে একটি হ্রদে গিয়ে পড়ে সেই বিমান। এখনও পর্যন্ত দেহ উদ্ধারের কাজ করছেন উদ্ধার-কর্মীরা। কেউ বেঁচে নেই বলেই ধারণা রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেস্কিউ (আরসিএফআর)-এর। বিমান দুর্ঘটনার কারণও জানা যায়নি এখনও।

‘টারজান’ খ্যাত অভিনেতা জো লারা।

‘টারজান’ খ্যাত অভিনেতা জো লারা।

১৯৮৯ সালে ‘টারজান ইন ম্যানহ্যাটন’ ছবিতে অভিনয় করেছেন জো লারা। ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ‘টারজান: দি এপিক অ্যাডভেঞ্চারস’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ‘বেওয়াচ’, ‘ম্যাগফিক্যান্ট সেভেন’, ‘আমেরিকান সাইবর্গ: স্টিল ওয়ারিয়র’ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cinema Tarzan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE