These Bollywood stars chose glamour world rather than being an engineer dgtl
Entertainment Gallery
ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এই বলি তারকারা, জানতেন?
ইঞ্জিনিয়ারিং পাশ করেও এই বলি তারকারা পা দিয়েছেন গ্ল্যামার জগতে। দক্ষ অভিনয় দিয়ে নিজেদের জায়গাও পাকা করে নিয়েছেন অনেকে। গ্যালারির পাতায় দেখুন এই তারকাদের নাম।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ১৯:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
ইঞ্জিনিয়ারিং পাশ করেও এই বলি তারকারা পা দিয়েছেন গ্ল্যামার জগতে। দক্ষ অভিনয় দিয়ে নিজেদের জায়গাও পাকা করে নিয়েছেন অনেকে। গ্যালারির পাতায় দেখুন এই তারকাদের নাম।
০২০৯
কৃতী শ্যানন: বি-টাউনে পা দিয়েই নিজের আসন পাকা করে ফেলেছেন কৃতী। জানেন কি, ‘বরেলী কি বরফি’খ্যাত কৃতী এক জন ইঞ্জিনিয়ার? নয়ডার জয়পি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে কৃতীর।
০৩০৯
নাগার্জুন: দক্ষিণী ছবির পাশাপাশি বলিউড ছবিতেও খুবই জনপ্রিয় নাগার্জুন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় তিনি। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করছেন নাগার্জুন।
০৪০৯
মাধবন: অভিনেতা, লেখক, প্রযোজক মাধবন একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। সাংস্কৃতিক দূত হিসেবে কানাডায় নিজের দেশকে প্রতিনিধিত্বও করেছেন তিনি। ইনেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক করেছেন মাধবন।
০৫০৯
সুশান্ত সিংহ রাজপুত: ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন সুশান্ত। পড়াশোনাতেও মেধাবী ছিলেন তিনি। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনাও শুরু করেন তিনি। শোনা গিয়েছে, অভিনয়ের জন্য নাকি তৃতীয় বর্ষের পরেই কলেজ ছেড়ে দিয়েছিলেন তিনি।
০৬০৯
তাপসী পান্নু: নয়াদিল্লির গুরু তেগ বহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করে বেশ কিছুদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন তিনি। পরে চাকরি ছেড়ে অভিনয় জীবনে পা রাখেন তিনি।
০৭০৯
ভিকি কৌশল: ২০০৯ সালে মুম্বইয়ের রাজীব গাঁধী ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক করেছেন ভিকি। ‘মাসান’ ছবিতে সাফল্যের পর পাকাপাকি ভাবে অভিনয়তেই মন দেওয়ার কথা ভাবেন তিনি।
০৮০৯
শঙ্কর মহাদেবন: জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবনের জনপ্রিয়তার কথা আলাদা করে বলার কিছু নেই। জানেন কি, সঙ্গীত চর্চার পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় তিনি? মুম্বইয়ের রামরাও আদিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছেন তিনি।
০৯০৯
সোনু সুদ: বি-টাউনের মাল্টি ট্যালেন্টেড অভিনেতা সোনু সুদ। বলিউডে পা রাখার আগে যশবন্ত চৌহান কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং করেছেন তিনি।