Advertisement
১১ মে ২০২৪
Tollywood

টলিউডের এই সুপারস্টারদের আসল নাম জানেন কি?

উত্তম কুমার, চিরঞ্জিত্ হয়ে হালের দেব বা জিত্‌। টলিউডের এই হিরোদের এক ডাকে চেনে সবাই। কিন্তু ফ্যানকুলেরা কী জানেন তাঁদের এই প্রিয় স্টারেদের কোনওটাই তাঁদের আসল নাম নয়! স্টারেদের অনস্ক্রিন নাম অনেকটা লেখকদের ছদ্মনামেরই মতো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৮
Share: Save:
০১ ০৮
বনি সেনগুপ্ত- 
এখনও পর্যন্ত তিনটি সিনেমা ঝুলিতে। তবে এরই মধ্যে জনপ্রিয়তা কুড়িয়েছে বেশ। অনেকেই জানেন না অভিনেতা সুখেন দাসের নাতি বনি। বনির আসল নাম অবশ্য অনুপ্রিয়। ‘বরবাদ’ ছবিতে বনি নামটি প্রথম বার স্ক্রিনে ওঠে। তারপর থেকে সেটাই রয়ে গিয়েছে।

বনি সেনগুপ্ত- 
এখনও পর্যন্ত তিনটি সিনেমা ঝুলিতে। তবে এরই মধ্যে জনপ্রিয়তা কুড়িয়েছে বেশ। অনেকেই জানেন না অভিনেতা সুখেন দাসের নাতি বনি। বনির আসল নাম অবশ্য অনুপ্রিয়। ‘বরবাদ’ ছবিতে বনি নামটি প্রথম বার স্ক্রিনে ওঠে। তারপর থেকে সেটাই রয়ে গিয়েছে।

০২ ০৮
ওম- কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। তারপর মেগা সিরিয়াল হয়ে এখন নায়ক ওম। ওম অনস্ক্রিন নাম হলেও নামটি ছোট হয়ে গিয়েছে অনেকটাই। পুরো নাম ওমপ্রকাশ সাহানি। অনেকেই জানেন না ওম অভিনয়ের সঙ্গে একজন দক্ষ চিত্রশিল্পীও।

ওম- কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। তারপর মেগা সিরিয়াল হয়ে এখন নায়ক ওম। ওম অনস্ক্রিন নাম হলেও নামটি ছোট হয়ে গিয়েছে অনেকটাই। পুরো নাম ওমপ্রকাশ সাহানি। অনেকেই জানেন না ওম অভিনয়ের সঙ্গে একজন দক্ষ চিত্রশিল্পীও।

০৩ ০৮
টোটা রায়চৌধুরী- বাংলা ছবির হ্যান্ডসাম হাঙ্ক বললে খুব ভুল বলা হবে না টোটাকে। টোটার আসল নাম কিন্তু পুষ্পরাগ রায়চৌধুরী। পরে পাল্টে যায় ‘টোটা’য়। তাঁর অভিনয় সমালোচকদের কুর্নিশ কুড়িয়েছে প্রচুর। টোটা ‘বিএফজিএ’ পুরস্কার পান ‘চোখের বালি’ ছবির জন্য।

টোটা রায়চৌধুরী- বাংলা ছবির হ্যান্ডসাম হাঙ্ক বললে খুব ভুল বলা হবে না টোটাকে। টোটার আসল নাম কিন্তু পুষ্পরাগ রায়চৌধুরী। পরে পাল্টে যায় ‘টোটা’য়। তাঁর অভিনয় সমালোচকদের কুর্নিশ কুড়িয়েছে প্রচুর। টোটা ‘বিএফজিএ’ পুরস্কার পান ‘চোখের বালি’ ছবির জন্য।

০৪ ০৮
যিশু সেনগুপ্ত- বোমকেশ, রাজকাহিনীর কবীর বা জুলফিকরের কাশীনাথ কুণ্ডু। জনপ্রিয়তার তালিকার ওপর দিকেই রয়েছেন যিশু সেনগুপ্ত। সাব জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলা এই অভিনেতা ক্রিকেট মাঠেই বিশ্বরূপ থেকে কখন যেন যিশু হয়ে গিয়েছিলেন

যিশু সেনগুপ্ত- বোমকেশ, রাজকাহিনীর কবীর বা জুলফিকরের কাশীনাথ কুণ্ডু। জনপ্রিয়তার তালিকার ওপর দিকেই রয়েছেন যিশু সেনগুপ্ত। সাব জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলা এই অভিনেতা ক্রিকেট মাঠেই বিশ্বরূপ থেকে কখন যেন যিশু হয়ে গিয়েছিলেন

০৫ ০৮
দেব - সাংসদ দেব। অভিনয়ের পাশাপাশি মন দিয়ে করছেন রাজনীতিটাও। দক্ষ হাতে সামলাচ্ছেন দু’দিকই। দীপক অধিকারীর বেড়ে ওঠা মুম্বই হলেও কাজকর্ম সব কলকাতাতেই। তবে নিজস্ব ফেসবুক প্রোফাইলে দীপক নামেই বিরাজমান দেব।

দেব - সাংসদ দেব। অভিনয়ের পাশাপাশি মন দিয়ে করছেন রাজনীতিটাও। দক্ষ হাতে সামলাচ্ছেন দু’দিকই। দীপক অধিকারীর বেড়ে ওঠা মুম্বই হলেও কাজকর্ম সব কলকাতাতেই। তবে নিজস্ব ফেসবুক প্রোফাইলে দীপক নামেই বিরাজমান দেব।

০৬ ০৮
জিত্ - হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ সিনেমাতে প্রথম অনস্ক্রিনে আসেন জিৎ। সাথী ছিল সুপারহিট। প্রথম সিনেমায় পরিচালকের রাখা নামটিকে আর পাল্টাননি জিতেন্দ্র মদনানি।

জিত্ - হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ সিনেমাতে প্রথম অনস্ক্রিনে আসেন জিৎ। সাথী ছিল সুপারহিট। প্রথম সিনেমায় পরিচালকের রাখা নামটিকে আর পাল্টাননি জিতেন্দ্র মদনানি।

০৭ ০৮
চিরঞ্জিত- ‘বৌ হারালে বৌ পাওয়া যায় রে পাগলা’ তাঁর সেই সুপারহিট সংলাপ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় ট্রোল হয়েছে বহু বার। কেরিয়ারের প্রথম দিকে তিনি ছিলেন সংবাদ পাঠক তারপর অভিনেতা ও পরিচালক। অন্যতম জনপ্রিয় এই নায়কের আসল নাম কিন্তু দীপক চক্রবর্তী।

চিরঞ্জিত- ‘বৌ হারালে বৌ পাওয়া যায় রে পাগলা’ তাঁর সেই সুপারহিট সংলাপ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় ট্রোল হয়েছে বহু বার। কেরিয়ারের প্রথম দিকে তিনি ছিলেন সংবাদ পাঠক তারপর অভিনেতা ও পরিচালক। অন্যতম জনপ্রিয় এই নায়কের আসল নাম কিন্তু দীপক চক্রবর্তী।

০৮ ০৮
উত্তম কুমার - অরুণ কুমার চট্টোপাধ্যায়। আপামর বাঙালির চেনা নাম কিন্তু নয় মোটেই। তিনি সকলের কাছে উত্তম কুমার। এক সময় মহানায়ক এর ফ্লপ ছবির লিস্টটি ছিল বেশ বড়ই। তবে সে ছিল গোড়ার কথা। অরুণ চট্টোপাধ্যায়, তারপর হলেন অরুণ কুমার, তারপর উত্তম চট্টোপাধ্যায় এবং শেষে রাখলেন উত্তম কুমার। ‘অগ্নি পরীক্ষা’ ছবিতে প্রথম অনস্ক্রিনে আসেন উত্তম কুমার হয়ে। বাকিটা ইতিহাস।

উত্তম কুমার - অরুণ কুমার চট্টোপাধ্যায়। আপামর বাঙালির চেনা নাম কিন্তু নয় মোটেই। তিনি সকলের কাছে উত্তম কুমার। এক সময় মহানায়ক এর ফ্লপ ছবির লিস্টটি ছিল বেশ বড়ই। তবে সে ছিল গোড়ার কথা। অরুণ চট্টোপাধ্যায়, তারপর হলেন অরুণ কুমার, তারপর উত্তম চট্টোপাধ্যায় এবং শেষে রাখলেন উত্তম কুমার। ‘অগ্নি পরীক্ষা’ ছবিতে প্রথম অনস্ক্রিনে আসেন উত্তম কুমার হয়ে। বাকিটা ইতিহাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE