Advertisement
১০ জুন ২০২৪
Trina Saha

তৃণা আর নীলের বিয়ে: দেখে নিন গায়ে হলুদের ছবি

এ দিন দুপুরে আত্মীয়-পরিজনেদের নিয়ে হইহই করে সারা হল বর-কনের গায়ে হলুদের রীতি।

তৃণা সাহার গায়ে হলুদের অনুষ্ঠান।

তৃণা সাহার গায়ে হলুদের অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৩
Share: Save:

বর-কনের সাজ দেখার অপেক্ষায় ফোনের দিকে তাকিয়েই বসে নেটাগরিকেরা। বৃহস্পতিবার গধুলি লগ্নে বিয়ে তাঁদের। তারই আগে দেখতে পাওয়া গেল টেলি দুনিয়ার পরিচিত জুটি নীল ভট্টাচার্য আর তৃণা সাহার গায়ে হলুদের অনুষ্ঠানের কিছু ছবি।

এ দিন দুপুরে আত্মীয়-পরিজনেদের নিয়ে হইহই করে সারা হল বর-কনের গায়ে হলুদের রীতি। গলায়, হাতে, কপালে ফুলের গয়নায় অন্য রূপ তৃণার। পরনে সাদা-হলুদ শাড়িতে বসন্তের গন্ধ। গালে হলুদের ছোঁয়া পড়তেই কনের ঠোঁটে ফুটেছে হাল্কা হাসি। তাতে খানিক যেন ফুটে উঠছে তৃণার মনের ভাবটা।

তৃণার গায়ে হলুদ।

তৃণার গায়ে হলুদ।

নীল ভট্টাচার্যর গায়ে হলুদের অনুষ্ঠান।

নীল ভট্টাচার্যর গায়ে হলুদের অনুষ্ঠান।

কনের সাজের সঙ্গে মানানসই বরের বেশও। গায়ের পাঞ্জাবিতে সাদার উপরে হাল্কা জড়ির কাজ। গালে হলুদের ছোঁয়ায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর হাসিও।

নীল ভট্টাচার্য।

নীল ভট্টাচার্য।

অনুষ্ঠানস্থলও যত্নে সাজানো হয়েছে ফুলে। সেই সাজ দেখে মনে পড়ে যেতেই পারে বিরুষ্কার বিয়ের কয়েকটি মুহূর্তের কথা।

তৃণা সাহা।

তৃণা সাহা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

celebrity wedding Trina Saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE