Advertisement
২৮ মে ২০২৪
Hillary Clinton

হিলারির জন্য প্রার্থনা করছেন বিদ্যা

সলমন খানের পর এ বার হিলারি ক্লিন্টনের সমর্থনে এগিয়ে এলেন বিদ্যা বালন। সম্প্রতি ‘কহানি ২’-এর প্রচারে বিদ্যা বলেন, ‘‘আমি আশা করছি এবং প্রার্থনাও করছি যাতে আমেরিকার রাষ্ট্রপতি হন হিলারি ক্লিন্টন। আমি ওঁকে অনুসরণ করি। প্রায় প্রতি দিনই টিভিতে হিলারির বিতর্ক দেখি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ১৫:৩৫
Share: Save:

সলমন খানের পর এ বার হিলারি ক্লিন্টনের সমর্থনে এগিয়ে এলেন বিদ্যা বালন। সম্প্রতি ‘কহানি ২’-এর প্রচারে বিদ্যা বলেন, ‘‘আমি আশা করছি এবং প্রার্থনাও করছি যাতে আমেরিকার রাষ্ট্রপতি হন হিলারি ক্লিন্টন। আমি ওঁকে অনুসরণ করি। প্রায় প্রতি দিনই টিভিতে হিলারির বিতর্ক দেখি। আর আমার তো মনে হয়, আমেরিকার মতো অর্থনৈতিক ভাবে ক্ষমতাবান একটা দেশে এই মুহূর্তে এক জন মহিলা প্রেসিডেন্টই প্রয়োজন।’’ এমনকী প্রেসিডেন্ট নির্বাচন দেখার জন্য আজ মঙ্গলবার রাতও জাগবেন নায়িকা। এর আগে সলমন খান, কবীর বেদীর মতো বলিউডি তারকারা হিলারিকে সমর্থন জানিয়েছেন।

যদিও হিলারি বলিউড সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন। সম্প্রতি তাঁর একটি ইমেল থেকে জানা গিয়েছে, অমিতাভ বচ্চন কে, তা তিনি জানেন না। তাই বলিউডের শুভেচ্ছা হিলারি আদৌ জানতে পারবেন কি না তা নিয়েও রয়েছে সংশয়। তবে গোটা বিশ্বের বহু সেলেব হিলারিকে সমর্থন জানিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন লিওনার্দো দ্য ক্যাপ্রিও, বেয়কন, কিম কার্দাশিয়ান, কেনি ওয়েস্ট, কেটি পেরি প্রমুখ।

আরও পড়ুন, ইচ্ছের বিরুদ্ধে আকাঙ্খাকে যৌন সম্পর্কে জোর করতেন যুবরাজের মা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hillary Clinton Vidya Balan President of USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE