ভোট দিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেও ভুললেন না তারকারা।
রাজ্যের চতুর্থ দফায় ভোট হল শনিবার। কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি— রাজ্যের এই ৫টি জেলার ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হল। টালিগঞ্জের বহু তারকার ভোট দেওয়ার পালা ছিল। ভোট দিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেও ভুললেন না তাঁরা। এক নজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায়।
রাজ চক্রবর্তী: বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী তিনি। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে সক্কাল সক্কাল সেরে এলেন ভোটদান পর্ব। দু’জনেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: চলতি বছর রাজনীতির ময়দানে পা রেখেছেন। বেহালা পশ্চিমে বিজপি-র তারকা প্রার্থী শ্রাবন্তী। ভোট দিয়ে হাসিমুখে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
তনুশ্রী চক্রবর্তী: ভোট দিয়ে ছবি পোস্ট করেছেন শ্যামপুরের বিজপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীও। হালকা রঙের সালোয়ার, খোলা চুল, কপালে লাল টিপ। এ রকম ছিমছাম সাজেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। ছবি পোস্ট করে লিখলেন, ‘আমার ভোট, আমার পছন্দ’।
কোয়েল মল্লিক: রাজনীতিতে নেই। তবে নাগরিক হিসেবে নিজের কর্তব্য নিয়ে সচেতন। ভোটদান পর্ব সেরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
ইমন চক্রবর্তী: গায়িকা ইমন চক্রবর্তীও আঙুলে কালি লাগিয়ে লেন্সবন্দি করলেন নিজেকে। ভোট দেওয়ার জন্য সকলকে আবেদন জানালেন।
বিক্রম চট্টোপাধ্যায়: এই তালিকায় নিজেকে সামিল করেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। প্রশ্ন ছুড়ে দিয়েছেন নেটাগরিকদের দিকে, ‘ভোট দিয়েছেন’?
দিতিপ্রিয়া রায়: এই প্রথম ভোট দিলেন রানিমা। নিজে কোনও ছবি পোস্ট না করলেও তাঁর অনুরাগীদের তৈরি সামাজিক পাতা বলছে, ধবধবে সাদা পোশাকে ভোট দিতে গিয়েছিলেন তিনি।
রুপাঞ্জনা মিত্র: দলের হয়ে আগাগোড়া গলা ফাটিয়েছেন তিনি। নেটমাধ্যমেও স্পষ্ট সেই ছাপ। বিজেপি-র সদস্য রুপাঞ্জনা মিত্রও ভোট দিয়ে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
সৌরভ দাস: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে দলের হয়ে প্রচারে দেখা যায়নি তাঁকে। একটি ভিডিয়ো নিয়ে বিতর্ক হওয়ার পরেই সব কিছু থেকে নিজেকে খানিক সরিয়ে নিয়েছেন অভিনেতা। তবে ভোট দিয়েছেন তিনি। ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। অনুরাগীদের ভেবেচিন্তে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা।
সায়নী ঘোষ: মা-বাবাকে নিয়ে ভোট দিলেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী। একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy