Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কর্মক্ষেত্রে গোপন শত্রুতা?

আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি। সেই ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০০:০১
Share: Save:

আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি। সেই ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। আমরা কিছু না কিছূ কাজ করি। বিনিময়ে অর্থ উপার্জন করে নিজ নিজ সংসার প্রতিপালন করি। কিন্তু সেই কর্মস্থানে যদি শান্তি বিঘ্নিত হয়, কর্মে পরিবর্তন ঘটে, কর্ম জীবনে সন্মানহানি হয়, কর্মচ্যুতি ঘটে। তখন সমস্যার সমাধানে আপনার রাশি অনুসারে কর্মক্ষেত্রে গোপন শত্রুতার সুলুক সন্ধান দেখে নেওয়া যাকঃ-

আপনার রাশি যদি কুম্ভ হয়ে থাকে তবে দেখে নিন, আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রুতার কারণঃ-

এই রাশির অধিপতি শনি। আত্মবিশ্বাস, সংস্কারপ্রিয়তা, একাগ্রতা, পরদুঃখকাতরতা, ধীর-স্থির ও সহিষ্ণুতা চারিত্রিক বৈশিষ্ট্য।

শুক্র, বুধ ও শনি যদি অনুকুলে থাকে তবে বিশেষ সাফল্য লাভ করে। কর্ম জীবনে অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠালাভ করতে সক্ষম হয়, আর তার কারণেই অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। এবং ক্রমেই গোপনে শত্রুতা করে এই রাশির জাতক-জাতিকাদের বিব্রত করে।

তাই এদের উচিত গ্রহাধিপতির জপ-তপ-প্রণাম করা।

প্রণাম মন্ত্রঃ-

‘ওঁ নীলাঞ্জন চয়প্রখ্যং

রবিসুনং মহাগ্রহম্।

ছায়ায়াঃ গর্ভসম্ভূতং

বন্দভক্ত্যা শনৈশ্চরম’।

জপ মন্ত্রঃ-

ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়।

এছাড়া এদের নীলা এবং রক্তপ্রবাল ধারণ করা উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Enemies Astrological remedies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE