Advertisement
১৬ মে ২০২৪

সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারেন সূর্যদেব

কাশ্যপ এবং অদিতির পুত্র সূর্যদেব। কোনও এক সঙ্কটের সময় অদিতি সূর্যদেবকেতাঁরগর্ভস্থ সন্তান রূপে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করেন।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৯ মে ২০২০ ০০:০৫
Share: Save:

সৌরমণ্ডলের রাজা সূর্যদেব। ১৫ কোটি কিলোমিটার দূরে থেকেও পৃথিবী এবং সৌরমণ্ডলের ওপর প্রভাব প্রবল। সূর্য পৃথিবীর প্রাণ ও শক্তির আধার। বাস্তব ক্ষেত্রে সূর্যদেবের প্রভাব কারও অজানা না।

কাশ্যপ এবং অদিতির পুত্র সূর্যদেব। কোনও এক সঙ্কটের সময় অদিতি সূর্যদেবকে তাঁর গর্ভস্থ সন্তান রূপে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করেন। সূর্যদেব সম্মত হন এবং আদিত্য নামে অদিতির পুত্র হিসাবে জন্ম নেন এবং সঙ্কট মোচন করেন। সূর্যদেবের সাতটি সবুজ ঘোড়া সাত রশ্মি, গায়েত্রি, ত্রিস্তুপ, অনুষ্টুপ, জাগতি, পাঙ্কতি, ব্রিহতি, এবং উশ্নিক। সূর্যদেব লাল পদ্মাসনে, দুই হাতে লাল পদ্ম।

সূর্যদেব ১২ মাসে ১২ রাশিতে অবস্থান করেন। ভিন্ন রাশিতে ভিন্ন ফল দান করেন। সূর্যদেবের অধিদেবতা অগ্নি, প্রত্যাধিদেবতা ভগবান শিব। মানব জীবনে সূর্যের(রবির) শুভ প্রভাব যেমন উন্নতি এবং সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক তেমনই অশুভ প্রভাব অশুভ ভাবে প্রতিফলিত হয়। রবি তেজদাতা ও তেজময়। রবির শুভ প্রভাব উদ্দিপনা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তেজময় সূর্যদেব(রবি) বাইরে এত তেজী হলেও অন্তরে কোমল। তাইরোজ নিষ্ঠাভাবে সামান্য প্রণামেই মেলে সূর্যদেবের কৃপা।

আরও পড়ুন: খেতে বসে কোন কাজটি করলে মা লক্ষ্মী রুষ্ট হন

রোজ নিষ্ঠার সঙ্গে সূর্য প্রণাম রোগ, দারিদ্র হনন করে। অবিচল উপাসনা বাধা, বিঘ্ন নাশ করে আকাঙ্খা পূর্ণ করে। সূর্যদেবের প্রিয় রং লাল, লাল জবা ফুলেই তুষ্ট সূর্যদেব। প্রিয় ধাতু তামা। রোজ তামার পাত্রে জল এবং লাল জবাফুল সহযোগে ব্রহ্ম মুহূর্তে(সূর্য উদয়ের ৪৮ মিনিট আগে থেকে সূর্য উদয়ের মুহূর্ত পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত) বা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য প্রণামে তাঁর কৃপা লাভ করা যায়। একমুখি রুদ্রাক্ষ ধারণ করলে সুফল মেলে।

প্রত্যেকেই সূর্য প্রণাম করতে পারেন, ফল শুভ পাবেন। সূর্য প্রণামের নির্দিষ্ট মন্ত্র আছে। মন্ত্র উচ্চারণ নির্ভুল হতে হবে, অবশই সুফল পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE