এই যোগ যদি জন্মছকে থাকে, তা হলে জাতক কোনও মতেই ছলনা বা কপটতা পছন্দ করবেন না। প্রতীকী ছবি।
সরল জীবন অনেকেই কামনা করি। অনেকেই এমন রেয়েছেন, যাঁরা সারা জীবন খুব সহজ সরল ভাবে কাটিয়ে দিয়েছেন। আবার এমনও কিছু মানুষ রয়েছেন, যাঁরা না চাইতেও কোনও না কোনও ভাবে ছলনার সাহায্য নিয়েই ফেলেন। অন্যের সঙ্গে ছলনা করা বা বিশ্বাসঘাতকতা করা খুবই নিন্দনীয় কাজ। যা করায় আমাদের খুব কাছের মানুষদের মনে আমরা দুঃখ দিয়ে ফেলি। আমাদের কাছের মানুষরা হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। আবার আমাদের মধ্যে এমনও মানুষ রয়েছেন, যাঁরা ছলনার সাহায্য নেওয়া একেবারেই পছন্দ করে না। কারও সঙ্গে ছলনা করার কথা ভাবতেও তাঁদের অত্যন্ত মর্মপীড়া হয়। ছলনা করা বা না করা, এটি জাতকের জন্মছক অনুযায়ী বিচার করা হয়। এমন কিছু যোগ রয়েছে, যা জাতকের জন্মকুণ্ডলীতে থাকলে জাতক ছলনা বা কপটতার সাহায্য নেওয়া একেবারেই পছন্দ করে না, অর্থাৎ, জাতক নিষ্কপট হয়।
দেখে নেওয়া যাক জন্মছকের কোন অবস্থানের ফলে জাতক নিষ্কপট হয়—
১) যদি লগ্নপতি শুভ গ্রহের সঙ্গে বা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং চতুর্থ স্থানে অবস্থান করে, তবে এই যোগ সূচিত হয়।
২) চতুর্থে শুভ গ্রহ থাকা চাই, চতুর্থ স্থানে গ্রহ উচ্চস্থ, স্বক্ষেত্রস্থ বা মিত্রক্ষেত্রস্থ হতে হবে। তবে এই যোগ সূচিত হয়।
এই যোগের ফলাফল—
১) এই যোগ যদি জন্মছকে থাকে, তা হলে জাতক কোনও মতেই ছলনা বা কপটতা পছন্দ করবেন না।
২) যে কোনও বিষয়ে গোপনীয়তা এঁরা মোটেই পছন্দ করবেন না।
৩) এঁদের মন হয় খুব সহজ সরল এবং পবিত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy