Advertisement
২০ মে ২০২৪
Akshaya Tritiya

অক্ষয় তৃতীয়ায় কোনও কাজ করলে কেন তার ফল শুভ হয়?

কবে শুরু অক্ষয় তৃতীয়া? কবেই বা শেষ!

Why do any work on Akshaya Tritiya give good results

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১২:৫৮
Share: Save:

বাংলা বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ, যা ক্ষয়প্রাপ্ত হয় না চিরস্থায়ী। বিশ্বাস, অক্ষয় তৃতীয়া তিথিতে কোনও শুভ কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়।

অক্ষয় তৃতীয়া তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন। শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে মহাভারত রচনা আরম্ভ হয়। অক্ষয় তৃতীয়া বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের শুভ জন্ম তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে পুরী ধামে জগন্নাথ দেবের রথ যাত্রার রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় তৃতীয়া তিথি গণেশের জন্ম তিথি হিসাবে মানা হয়। এই দিনে গণপতির পূজা বিশেষ শুভ ফল দান করে। এই তিথিতে গণপতির পূজা করে যে কোনও শুভ কর্ম শুরু করলে শুভ ফল পাওয়া যায়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে —

তৃতীয়া তিথি আরম্ভ

বাংলার ২৬ বৈশাখ, বৃহস্পতিবার।

ইংরেজির মে, বৃহস্পতিবার।

সময় রাত্রি টে ১৯ মিনিট।

তৃতীয়া তিথি শেষ

বাংলার ২৭ বৈশাখ, শুক্রবার।

ইংরেজির ১০ মে, শুক্রবার।

সময় রাত্রি টো ৫১ মিনিট।

অক্ষয় তৃতীয়া ব্রত, অক্ষয় তৃতীয়ার স্নান দানাদিতে অক্ষয় পূর্ণ লাভ হয়। এই তিথিতেই ভগবান শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব। পুরীধামে ২১ দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসব আরম্ভ।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে —

তৃতীয়া তিথি আরম্ভ-

বাংলার ২৭ বৈশাখ, শুক্রবার।

ইংরেজির ১০ মে, শুক্রবার।

সময়সকাল টা ৪৪ মিনিট ১১ সেকেন্ড।

তৃতীয়া তিথি শেষ-

বাংলার ২৭ বৈশাখ, শুক্রবার।

ইংরেজির ১০ মে, শুক্রবার।

সময় রাত্রি শেষ টে ৪৯ মিনিট ৩৭ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE