Advertisement
১১ জুন ২০২৪
Uttar Pradesh

ঘন কুয়াশার কারণে বাস-ট্রাকের সংঘর্ষ, উত্তরপ্রদেশের মোরাদাবাদে মৃত ১০

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।

উত্তরপ্রদেশের মোরাদাবাদে বাস-ট্রাকের সংঘর্ষ।

উত্তরপ্রদেশের মোরাদাবাদে বাস-ট্রাকের সংঘর্ষ। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মোরাদাবাদ শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১২:০২
Share: Save:

ঘন কুয়াশার কারণে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের মোরাদাবাদে। আগরা-মোরাদাবাদ হাইওয়েতে যাত্রীবাহী বাস এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। গুরুতর জখমের সংখ্যা ২৫। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি গাড়ি।

পুলিশ সূত্রের খবর, মোরাদাবাদ শহরের ১৮ কিলোমিটার দূরে হুসেনপুর পুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। মোরাদাবাদের পুলিশ সুপার জানান, ঘট কুয়াশায় দিগ্ভ্রষ্ট হয়ে তিনটি গাড়ি পরস্পরকে ধাক্কা মারে। খবর পেয়ে স্থানীয় কুন্দ্রকী থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ শুরু করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে অর্থসাহায্য। দুর্ঘটনার কারণ জানতে তদন্তেরও নির্দেশ দেন তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মোরাদাবাদ শহর থেকে হুসেনপুর পুলিয়ায় গিয়েছে ফরেন্সিক টিম। প্রসঙ্গত, শুক্রবার বালিয়ায় কুয়াশার কারণে পথদুর্ঘটনায় নিহত হয়েছিলেন দু’জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Accident Uttar Pradesh Moradabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE