Advertisement
১৮ মে ২০২৪
টাকা উদ্ধার তেলঙ্গানাতেও

দিল্লিতে আয়কর হানায় উদ্ধার ১৩.৫ কোটি

নোট বাতিলের পর থেকেই দেশ জুড়ে কালো টাকার খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ এবং আয়কর দফতরের কর্তারা। ফলও মিলছে হাতেনাতে। দক্ষিণ দিল্লির এক আইন সংস্থায় শনিবার রাতে সে রকমই তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ১৩.৫ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে ২.৬ কোটিই রাখা ছিল নতুন ২,০০০ টাকার নোটে। বাকিটা হাজারের পুরনো নোট, ১০০ এবং ৫০ টাকায়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০৩:২৫
Share: Save:

নোট বাতিলের পর থেকেই দেশ জুড়ে কালো টাকার খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ এবং আয়কর দফতরের কর্তারা। ফলও মিলছে হাতেনাতে।

দক্ষিণ দিল্লির এক আইন সংস্থায় শনিবার রাতে সে রকমই তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ১৩.৫ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে ২.৬ কোটিই রাখা ছিল নতুন ২,০০০ টাকার নোটে। বাকিটা হাজারের পুরনো নোট, ১০০ এবং ৫০ টাকায়।

শুধু দিল্লিতে নয়, রবিবার তেলঙ্গানার মেডক জেলাতেও একটি গাড়ি আটক করে সেখান থেকে ১৬ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। আটক টাকার মধ্যে ১৫.৯০ লক্ষ টাকা ছিল নতুন ২০০০ টাকার নোটে। বাকি ১০ হাজার টাকা ছিল ১০০ টাকার নোটে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরেই আইন সংস্থা টিঅ্যান্ডটি-র উপর নজর রাখা হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার কর্তারা। আয়কর দফতর সূত্রের খবর, সম্প্রতি তল্লাশির পরে ওই সংস্থার কর্ণধার আইনজীবী
১২৫ কোটির কালো টাকা থাকার কথা ঘোষণা করেন। তার পরে গত কালই খবর আসে তাঁর কাছে আরও টাকা মজুত রয়েছে। সেই খবরের সূত্রেই হানা দেয় পুলিশ। আগামী দিনে এ রকম আরও টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের কর্তারা।

বিভিন্ন ব্যাঙ্কের তথ্যের ভিত্তিতেই সারা দেশে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং আয়কর দফতর। সে কথা মাথায় রেখে বাতিল হওয়া পুরনো এবং নতুন ও চালু নোটে কত টাকা জমা পড়ছে, তার খুঁটিনাটি তথ্য জানাতে ব্যাঙ্কগুলিকে নতুন করে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রক। প্রতিটি শাখাকেই এই তথ্য গ্রাহকদের জানাতে হবে বলেও জানিয়েছে আর্থিক পরিষেবা দফতর। এই নির্দেশের অন্যথা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশ দিয়েছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE