Advertisement
১১ জুন ২০২৪
COVID Cases

এক দিনে দিল্লিতে করোনা আক্রান্ত প্রায় ৫০০! সংক্রমণের হার পৌঁছল সাড়ে ২৬ শতাংশে

দিল্লির নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত বলে পরীক্ষায় দেখা গিয়েছে। কোভিডের নতুন সংক্রমণে দিল্লিতে মৃত্যুও ঘটনাও ঘটেছে।

A Photograph representing Covid-19 cases

দিল্লির নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ২৩:৫২
Share: Save:

গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানী দিল্লিতে ৪৮৪টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬.৫৮ শতাংশে। সরকারি বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

দিল্লির নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। আক্রান্তদের নমুনা পরীক্ষা করার পর এমনটাই জানা গিয়েছে বলে জানালেন দিল্লির ‘ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস)-এর ডিরেক্টর এস কে সারিন।

প্রসঙ্গত, দিল্লিতে সংক্রমণের হাত গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ (যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজ়িটিভ তাকেই পজ়িটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়)। কোভিডের নতুন সংক্রমণে দিল্লিতে মৃত্যুও ঘটনাও ঘটেছে। দিল্লির পাশাপাশি দেশ জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE