Advertisement
১৮ মে ২০২৪

সেন্সরের কাঁচি কাড়তে প্রস্তুত খসড়া বিল

সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন বহু দিনের। মোদী জমানায় পহলাজ নিহালনির নেতৃত্বাধীন বোর্ড প্রথম থেকেই বিতর্কের শিরোনামে রয়েছে। গত বছর সেন্সরের ভূমিকা খতিয়ে দেখতে প্রবীণ পরিচালক শ্যাম বেনেগালের নেতৃত্বে একটি কমিটি গঠন করে কেন্দ্র। সেই সুপারিশে বেনেগাল সেন্সরের বদলে সার্টিফিকেশনের উপরেই জোর দেন বলে খবর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১৪:০০
Share: Save:

শ্যাম বেনেগাল কমিটির সুপারিশ মেনে কেন্দ্রীয় সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের ভূমিকায় বড় ধরনের রদবদল আনার কথা চিন্তা করছে কেন্দ্র। সূত্রের খবর, একটি খসড়া বিল তৈরি হয়েও গিয়েছে। সেখানে কাঁচি চালানোর বদলে ফিল্ম সার্টিফিকেশনের মধ্যেই বোর্ডের ক্ষমতা বেঁধে রাখার প্রস্তাব রয়েছে।

সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন বহু দিনের। মোদী জমানায় পহলাজ নিহালনির নেতৃত্বাধীন বোর্ড প্রথম থেকেই বিতর্কের শিরোনামে রয়েছে। গত বছর সেন্সরের ভূমিকা খতিয়ে দেখতে প্রবীণ পরিচালক শ্যাম বেনেগালের নেতৃত্বে একটি কমিটি গঠন করে কেন্দ্র। সেই সুপারিশে বেনেগাল সেন্সরের বদলে সার্টিফিকেশনের উপরেই জোর দেন বলে খবর। বেনেগাল কমিটির সুপারিশ যে সরকার মানতে চলেছে, এমন ইঙ্গিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু আগেই দিয়েছিলেন।

সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সেই সুপারিশ অনুযায়ী খসড়া বিল তৈরি করেছে। তাতে প্রস্তাব করা হয়েছে, সেন্সর বোর্ড কোনও দৃশ্যে কাঁচি চালানো, বিপ বসানো ইত্যাদি করতে পারবে না। তারা ছবি দেখে ‘ইউ’ বা ‘এ’ বা ‘ইউএ’ সার্টিফিকেট সুপারিশ করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE