Advertisement
০৪ মে ২০২৪
Gauhati High Court

জিন্‌স পরে শুনানির জন্য এজলাসে! গুয়াহাটি হাই কোর্ট থেকে বার করে দেওয়া হল আইনজীবীকে

আইনজীবী বি কে মহাজন আদালতের ‘ড্রেস কোড’ না মানায় শনিবার বিচারপতি কল্যাণ রাই সুরানা পদক্ষেপ করেন। পুলিশকে তিনি নির্দেশ দেন ওই আইনজীবীকে আদালত চত্বরের বাইরে বার করে দেওয়ার জন্য।

আইনজীবী জিন্স পরে কোর্ট রুমে আসায় শাস্তি দিল গুয়াহাটি হাই কোর্ট।

আইনজীবী জিন্স পরে কোর্ট রুমে আসায় শাস্তি দিল গুয়াহাটি হাই কোর্ট। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ২৩:৩৪
Share: Save:

জিন্‌স পরে শুনানির জন্য কোর্ট রুমে আসায় গুয়াহাটি হাই কোর্টের এক প্রবীণ আইনজীবী বিচারপতির নিশানায়। তাঁকে বার করে দেওয়া হল আদালত চত্বর থেকে। আর পরবর্তী এক সপ্তাহের জন্য পিছিয়ে গেল ওই মামলার শুনানি।

প্রবীণ আইনজীবী বি কে মহাজন আদালতের ‘ড্রেস কোড’ না মানায় শনিবার বিচারপতি কল্যাণ রাই সুরানা পদক্ষেপ করেন। পুলিশকে তিনি নির্দেশ দেন ওই আইনজীবীকে আদালত চত্বরের বাইরে বার করে দেওয়ার জন্য। পাশাপাশি, বিষয়টি গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি এবং রেজিস্ট্রার জেনারেলের নজরে আনার কথা জানান।

গুয়াহাটির পাশাপাশি নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের বার কাউন্সিলকেও ‘ড্রেস কোড’ না মানার এই ঘটনা অবহিত করার কথা জানান বিচারপতি সুরানা। গুয়াহাটি হাই কোর্ট সূত্রের খবর, একটি ফৌজদারি মামলার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল শনিবার। সেই মামলার আইনজীবী হিসাবেই শুনানিতে এসেছিলেন মহাজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gauhati High Court dress code
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE