Advertisement
০১ নভেম্বর ২০২৪
Incense Sticks

লকডাউন উঠে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম কমতেই ধূপের বাজারে ধস! কারণ জানলে অবাক হবেন

লকডাউনের সময় ধূপের ব্যবসা এক ধাক্কায় ৩০ শতাংশ বেড়েছিল। আচমকাই তা কমে গিয়েছে বলে দাবি করেছেন ধূপ ব্যবসায়ীরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২২ ১৮:৫৫
Share: Save:

অফিসে যাওয়া শুরু হতেই কি বাড়ির পরিবেশ নিয়ে উদাসীনতা বাড়ছে। দেশের ধূপকাঠির বাজার তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম শুরু হওয়ার পরই যে ধূপের বিক্রি ৩০ শতাংশ বেড়েছিল, সেই বাজার এখন পড়তির মুখে। বিক্রির পরিমাণ যেখানে দু’ অঙ্কে বাঁধা ছিল, তা কমে এক অঙ্কে পৌঁছেছে। আর এই অধোগতির কারণ হিসেবে ওয়ার্ক ফ্রম বন্ধ হওয়াকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

বাজার বিশেষজ্ঞদের দাবি, বাড়িতে থাকায় বাড়ির পরিবেশ সুন্দর রাখা নিয়ে ভাবনাচিন্তা করতেন অফিসকর্মীরা। হয়তো কাজের জায়গায় মনোনিবেশ করার জন্যই সুগন্ধী ব্যবহার করতেন। আবার লকডাউনে বিপন্ন মানুষের ঈশ্বর নির্ভরতা বেড়েছিল বলেও মত একাংশের। ফলে বাড়িতে পুজোপাঠ বেড়েছিল। লকডাউনে সব বন্ধ হওয়ায় মন্দিরে যাওয়া বন্ধ হয়েছিল। তার জন্যও বাড়িতে পুজো করার প্রবণতা বেড়ে থাকতে পারে বলে অনুমান। কিন্তু লকডাউন উঠে যাওয়ায়, মানুষ আবার বাড়ির বাইরে বেরোতে শুরু করায় ধূপের ব্যবহার বন্ধ হয়েছে।

উল্লেখ্য, ভারতে ধূপ শিল্পের বিপুল বাজার। সেই বাজার প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকার।

অন্য বিষয়গুলি:

Incense Sticks Agarbati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE