Advertisement
২১ মে ২০২৪

ফের হানা কাকভোরে, খতম চার ফিদায়েঁ জঙ্গি

ছাউনিতে সিআরপি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়ন আক্রান্ত খবর পেয়ে এ দিন দ্রুত চলে আসে জম্মু-কাশ্মীর রাইফেলস ও অন্য আধাসেনা বাহিনীর জওয়ানেরা। সতর্কতা ও তৎপর প্রতিরোধের জোরেই সুম্বলে এই হানা আর একটি পঠানকোট-কাণ্ড হয়ে ওঠেনি বলে দাবি করছেন সিআরপিএফের কর্তারা।

তল্লাশি: কাশ্মীরের সুম্বলে সিআরপিএফ ছাউনিতে হামলার পরে। সোমবার। পিটিআই

তল্লাশি: কাশ্মীরের সুম্বলে সিআরপিএফ ছাউনিতে হামলার পরে। সোমবার। পিটিআই

সাবির ইবন ইউসুফ ও অনমিত্র সেনগুপ্ত
শ্রীনগর ও নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০৩:৪৭
Share: Save:

সংখ্যায় চার জন। ঠিক পঠানকোটের ধাঁচে আরও একটা বড়সড় আত্মঘাতী হামলার জন্য তৈরি হয়েই এসেছিল তারা। এ বারের নিশানা উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সুম্বল এলাকার সিআরপিএফ শিবির। আজ কাকভোরে তার কেটে ওই ছাউনিতে ঢোকার চেষ্টা করার সময়েই সতর্ক জওয়ানদের নজরে পড়ে যায় ৪ ‘ফিদায়েঁ’ জঙ্গি। জওয়ানরা গুলি চালালে পাল্টা গ্রেনেড ছুড়তে থাকে। অন্তত দু’ডজন গ্রেনেড ছোড়ে তারা। গুলির লড়াইয়ে খতম হয়েছে চার জঙ্গিই। এই হামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে দেওয়ার কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, নিহত ৪ জঙ্গিই পাকিস্তানের নাগরিক।

ছাউনিতে সিআরপি-র ৪৫ নম্বর ব্যাটেলিয়ন আক্রান্ত খবর পেয়ে এ দিন দ্রুত চলে আসে জম্মু-কাশ্মীর রাইফেলস ও অন্য আধাসেনা বাহিনীর জওয়ানেরা। সতর্কতা ও তৎপর প্রতিরোধের জোরেই সুম্বলে এই হানা আর একটি পঠানকোট-কাণ্ড হয়ে ওঠেনি বলে দাবি করছেন সিআরপিএফের কর্তারা। তাদের ডিজি আর আর ভাটনগরের কথায়, ‘‘আগের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে প্রতিটি শিবিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফিদায়েঁ হামলা মোকাবিলার প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’’ এ দিন তারই সুফল মিলল বলে মনে করেন ভাটনগর। উরি বা পঠানকোট— বারবারই দেখা যাচ্ছে, জঙ্গিরা হামলা চালাচ্ছে শেষরাতে, যে সময় জওয়ানদের ঝিমুনি আসার সম্ভাবনা থাকে। এ বারেও তারা হানা দিয়েছিল ভোর ৩টে ৪৫-এ, যা সিআরপিএফের নজরে আসে ৪টা ১০ মিনিটে। গুলির লড়াইয়ে খতম করা হয় তাঁদের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এই প্রসঙ্গে আজ বলেন, ‘‘২-৩ দিন ধরে বড়সড় নাশকতা চালানোর প্রস্তুতি নিয়ে এসেছিল জঙ্গিরা। তাদের কাছে ছিল ৪টি একে-৪৭ রাইফেল, সেগুলির ১৬টি ম্যাগাজিন, বেশ কিছু গ্রেনেড ও পেট্রোল বোমা। এবং কয়েক দিন চালানোর মতো শুকনো খাবারও।’’ তল্লাশি চালিয়ে কাছের জঙ্গলে কিছু কলার খোসা ও খাবার জল পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, আগের রাতে ওখানেই ছিল জঙ্গিরা।

আরও পড়ুন: বিচ্ছিন্ন রইলেন বিচ্ছিন্নতাকামীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE